জগন্নাথদেবের ঐতিহ্যবাহী স্নানযাত্রায় ভক্তদের উন্মাদনা, দু’বছর পর মাতল মাহেশ

মাহেশের ঐতিহাসিক জগন্নাথ মন্দির এবার ৬২৬ বছরে পড়েছে। মঙ্গলবার এই মন্দিরে পালন হল জগন্নাথদেবের স্নানযাত্রা।

Must read

সংবাদদাতা, হুগলি : মাহেশের ঐতিহাসিক জগন্নাথ মন্দির এবার ৬২৬ বছরে পড়েছে। মঙ্গলবার এই মন্দিরে পালন হল জগন্নাথদেবের স্নানযাত্রা। করোনা মহামারীর জন্য দু’বছর মন্দিরের অনেক প্রথাই সীমিত আকারে পালন করতে হয়েছে। স্নানপিঁড়ির মাঠের বদলে মন্দিরের মধ্যেই হয়েছে স্নানযাত্রা। এবছর করোনা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হওয়ায় আগের মতোই মন্দির সংলগ্ন স্নানপিঁড়ি বেদিতে হয় স্নানযাত্রা। তিথি অনুযায়ী দুপুর ১টা ৪১ মিনিটে শুরু হয় স্নানযাত্রা।

আরও পড়ুন-প্রচণ্ড মাথাব্যথা? হতে পারে ব্রেন টিউমার

রীতি অনুযায়ী ২৮ ঘড়া গঙ্গাজল ও দেড় মন দুধ দিয়ে জগন্নাথদেব স্নান করলেন। স্নানের পর ত্রিদেবতা জগন্নাথ-বলরাম-সুভদ্রা জ্বরে পড়েন। রথযাত্রার দু’দিন আগে কবিরাজ এসে পাচন দিয়ে সেই জ্বর ভাল করবেন। পরদিন রাজবেশে জগন্নাথদেবকে সাজানো হবে, যার নাম নবকলেবর। এই নবকলেবরের পরের দিনই হবে মাহেশের ৬২৬ তম বর্ষের রথযাত্রা। মঙ্গলবার এই স্নানযাত্রা চাক্ষুষ করতে বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার ভক্ত মাহেশে হাজির হন। পুরীর পরেই ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম রথের উৎসব বলে পরিগণিত মাহেশের রথ ও স্থানযাত্রা।

Latest article