ডিসেম্বর মাস জুড়ে প্রায় প্রতিদিনই খবরের শিরোনামে থেকেছে ইন্ডিগো এয়ারলাইন্সের (IndiGo)। একের পর এক উড়ান বাতিল আর কর্মী সংকটের সমস্যায় বিঘ্নিত হয়েছে পরিষেবা, ভোগান্তির শিকার হয়েছেন যাত্রীরা। দেশজুড়ে প্রায় এক সপ্তাহের বেশি সময় ধরে এই অচলাবস্থা চলে ছিল। কড়া পদক্ষেপের ইঙ্গিত দিয়েছিল উড়ান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ (Directorate General of Civil Aviation)। এবার জানা গেল গোটা ঘটনার জন্য ২২ কোটি টাকা জরিমানা করা হয়েছে ইন্ডিগোকে। পাশাপাশি এই বিমান সংস্থার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (অপারেশনস) অপসারিত হয়েছেন বলেও খবর।
আরও পড়ুন-আজ নদিয়া সফরে অভিষেক বন্দ্যোপাধ্যায়, কৃষ্ণনগরে রোড শো
২০২৫ সালের শেষ মাসে ইন্ডিগোর বিঘ্নিত পরিষেবার কারণে সমস্যায় পড়েছিলেন কয়েক হাজার যাত্রী। ডিসেম্বরেই পরিস্থিতির গুরুত্ব বুঝে ডিজেসিএর তরফে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক ইন্ডিগোকে মোটা অঙ্কের জরিমানা এবং আংশিকভাবে পরিষেবা বন্ধ রাখার শাস্তিও দেয়। এবার নতুন বছর পড়তে না পড়তেই মোটা অংকের জরিমানা করা হলো ইন্ডিগো এয়ারলাইন্সকে। এছাড়া ISRAS স্কিম অনুযায়ী সংশ্লিষ্ট বিমান সংস্থাকে ৫০ কোটি টাকা জামানত রাখতে বলেছে DGCA। শীতকালীন সূচি এবং বিভিন্ন নিয়ম মূল্যায়নের ব্যর্থতার কারণে সংস্থার সিওও-কেও ওয়ার্নিং দেওয়া হয়েছে বলেও খবর মিলেছে।











