প্রতিবেদন : কোভ্যাক্সিন এবং কোভিশিল্ডের ককটেল ডোজ অনেক বেশি কার্যকরী মানব শরীরে। সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে এমনই তথ্য। এবার এক আবেদনের ভিত্তিতে করোনা ভ্যাকসিনের মিশ্র ডোজের ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমোদন দিল ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া(DCGI)।
গত ২৯ জুলাই সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গনাইজেশনের ‘সাবজেক্ট এক্সপার্ট কমিটি’ মিশ্র টিকাকরণের পরামর্শ দিয়েছিল। সিএমসি ভেলোরকে প্রায় ৩০০ স্বেচ্ছাসেবকের উপর চতুর্থ দফার ট্রায়ালের অনুমতি দেয়। এবার এই পরীক্ষায় সবুজ সঙ্কেত দিল দেশের সর্বোচ্চ ওষুধ নিয়ামক সংস্থা। আইসিএমআর-এর তরফে সম্প্রতি মিশ্র টিকাকরণের একটি গবেষণাপত্র প্রকাশিত হয়। যেখানে দাবি করা হয় দুটি ভ্যাকসিনের মিলিত প্রয়োগ অনেক বেশি কার্যকরী। সবকিছু ঠিকঠাক থাকলে হয়তো আগামী দিনে কোভ্যাক্সিন এবং কোভিশিল্ডের মিশ্র ডোজের টিকাকরণ করতে উদ্যোগ নেবে সরকার।