বিপ্লব দেব প্রশাসনকে তীব্র আক্রমণ পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিমের

Must read

পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম তীব্র আক্রমণ করলেন বিপ্লব দেব প্রশাসনকে। যাঁরা সন্ত্রাস করল, আক্রমণ সংঘটিত করল, তাঁরাই বাইরে ঘোরাফেরা করছে। অথচ যাঁরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করল, তাঁদেরই ধরে ধরে পুলিশ মামলা দিচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, দোলা সেন, কুণাল ঘোষ ও ব্রাত্য বসুর বিরুদ্ধে মামলা দায়ের করেছে ত্রিপুরা পুলিশ। এদিন সেই ঘটনাকেই তীব্র ধিক্কার জানালেন ফিরহাদ হাকিম।

আরও পড়ুন-ককটেল টিকার ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমতি DCGI-এর

তিনি বলেন, “আসলে বিজেপি প্রতিহিংসা পরায়ণ একটি দল। অর্থাৎ, পুলিশ লাগাবো, ভয় দেখাবো, মারধর করব, এটাই ওদের কাজ। এখানে যেমন সিবিআই, ইডি দেখিয়ে ভয় দেখাচ্ছে। কিন্তু এসব করে তৃণমূল কংগ্রেসকে আটকানো যাবেনা। সিপিএমও অনেক চেষ্টা করেছিল, কিন্তু পারেনি।”

এদিন ফিরহাদ হাকিম আরও বলেন, “বিপ্লব দেব ক্ষমতাচ্যুত হচ্ছে সেটা ত্রিপুরার মাটিতে লেখা হয়ে গিয়েছে। যতই ভয় দেখাও আটকানো যাবে না। ত্রিপুরা থেকে তেইশে বিদায় নেবে বিজেপি, আর সারা ভারতবর্ষের থেকে চব্বিশে বিদায় নেবে। তখন এই পুলিশই আমাদের স্যালুট করবে।”

আরও পড়ুন-তৃণমূলের দাপটে গদি টলমল, মুখ্যমন্ত্রীর কুর্সি বাঁচাতে দিল্লি দরবারে বিপ্লব!

এরপরই তৃণমূল কংগ্রেস শীর্ষ নেতৃত্বর উপর মামলা প্রসঙ্গে ফিরহাদ হাকিম জানান, “যখন কাউকে অন্যায়ভাবে ধরে রাখা হয়, তখন তাকে ছাড়াতে তো থানায় যেতেই হবে। এবং কোভিড বিধি মেনেই তা করা হয়েছে। যখন অভিষেকের গাড়িতে হামলা হল বা থানার বাইরে বিজেপির লোকেরা জমায়েত করল, তখন কোভিড বিধি কোথায় ছিল? কোভিড বিধি কি বেছে বেছে হয় নাকি? তাদের গ্রেফতার করা হল না কেন? আসলে বিজেপি ভয় পেয়ে গিয়েছে।”

Latest article