প্রতিবেদন : করোনা আবহে দীর্ঘ প্রায় দু’বছর বন্ধ থাকার পর অবশেষে চালু হচ্ছে কলকাতা-ঢাকা যাত্রীবাহী বাস পরিষেবা। ২০২০ সালের ১২ মার্চ করোনা সংক্রমণ বৃদ্ধির জেরে দু’দেশের মধ্যে এই বাস পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল। তারপর একাধিকবার লকডাউন ও সংক্রমণ বৃদ্ধির কারণে তা আর চালু করা হয়নি। কিন্তু এখন সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে। তাই ফের দু’বছর পর এই পরিষেবা চালু হতে চলেছে। কলকাতা-ঢাকা (Kolkata Bangladesh Bus) বাস পরিষেবায় যুক্ত সংস্থার তরফে জানানো হয়েছে, কলকাতা ও ঢাকার মধ্যে যাত্রীবাহী বাস চালু করার অনুমতি পাওয়া গিয়েছে। আর তারপরই এই পরিষেবা চালু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। আপাতত আগামী ৩০ মার্চ অথবা ৪ এপ্রিল থেকে এই পরিষেবা শুরু করা হতে পারে বলেই জানা গিয়েছে। সরকারি তরফে পরিষেবা চালুর প্রয়োজনীয় অনুমতি পাওয়ার পর কবে তা চালু করা হবে তা নিয়ে মতামত জানতে চেয়ে রাজ্যের পরিবহণ দফতরে একটি চিঠি পাঠানো হয়েছে। তার উত্তর এলেই শুরু হয়ে যাবে বাস চলাচল। সপ্তাহে তিনদিন সোম, বুধ ও শুক্রবার সকাল সাতটায় সল্টলেকের করুণাময়ী থেকে ঢাকার (Kolkata Bangladesh Bus) উদ্দেশে বাস ছাড়বে। উল্টোদিকে ঢাকা থেকে একই সময় কলকাতার উদ্দেশে বাস ছাড়বে সপ্তাহে তিনদিন মঙ্গল, বৃহস্পতি ও শনিবার। রবিবার এই রুটে কোনও বাস চলবে না। এছাড়া সপ্তাহে তিনদিন কলকাতা-ঢাকা-আগরতলা রুটেও বাস চালানো হবে।