কেন্দ্রীয় বাহিনী তবু বিরোধী চক্রান্তে খুন তৃণমূল নেতা

Must read

প্রতিবেদন : ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে। আরও ৮০০ কোম্পানি বৃহস্পতিবারই চেয়েছে নির্বাচন কমিশন। কিন্তু নির্বাচনকে রক্তাক্ত করতে বিরোধী চক্রান্ত যে অব্যাহত তা ফের প্রমাণিত হল পুরুলিয়ার ঘটনায়। বৃহস্পতিবার সন্ধ্যায় আদ্রার ওল্ড মার্কেটের পুরুলিয়া তৃণমূল কংগ্রেসের টাউন সভাপতি ধনঞ্জয় চৌবেকে (Dhananjay Choubey) খুন করল দুষ্কৃতীরা। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পরপর ৩টি গুলি করা হয় তৃণমূল নেতাকে। রঘুনাথপুর হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ই তিনি (Dhananjay Choubey) মারা যান। গুলিতে আহত দেহরক্ষীও। ঘটনার পিছনে বিরোধী দলগুলির যৌথ চক্রান্ত রয়েছে বলে অভিযোগ তৃণমূলের। ধনঞ্জয় যখন পার্টি অফিসে বিশ্রাম নিচ্ছিলেন তখন ছক করে গুলি চালিয়ে গা ঢাকা দেয় দুষ্কৃতীরা।

আরও পড়ুন- পাটনায় লালু-নীতীশের সঙ্গে কথা, আজ বিরোধী জোটের বৈঠক

Latest article