সংবাদদাতা, বোলপুর : জারি থাকল আগের নির্দেশ। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ৫০ মিটারের মধ্যে ধরনা দেওয়া যাবে না। উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর দায়ের করা মামলায় সোমবার এই নির্দেশ দেন বিচারপতি জয় সেনগুপ্ত। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার ব্যবস্থা পুলিশকেই করতে হবে। আগে বিচারপতি রাজশেখর মান্থাও একই নির্দেশ দিয়েছিলেন।
আরও পড়ুন-বড়দিনের সাজো সাজো রব গোটা মহানগরে, অ্যালেন পার্কে বুধবারে উদ্বোধনী অনুষ্ঠানে থাকছেন মুখ্যমন্ত্রী
এদিন শুনানিতে বিচারপতি সেনগুপ্ত বলেন, ‘‘বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অভিযোগ, ২৩ নভেম্বর তাঁর অফিসে ঢিল ছোঁড়া হয়। পুলিশকে জানানোর পরেও কাজ হয়নি। বিচারপতি মান্থা ব্যানার, পোস্টার সরিয়ে ফেলা এবং তিনজন পুলিশকর্মীকে নিরাপত্তার কাজ দেখার নির্দেশ দিয়েছিলেন। ঘেরাও উঠেছে শনিবার। কিন্তু সেন্ট্রাল লাইব্রেরির বাইরে বিশ্ববিদ্যালয়ের ৫০ মিটারের মধ্যে ধরনা চলছে। আদালত অবমাননার মামলা করেননি কেন?” উপাচার্যের আইনজীবী জানান, এই আন্দোলনকারীরা আলাদা। তাই অবমাননার মামলা করা হয়নি। এরপর বিচারপতি সেনগুপ্ত জানান, বিচারপতি মান্থার নির্দেশ বহাল থাকবে। আলাদা কিছু বলার থাকলে নতুন করে জনস্বার্থ মামলা করার পরামর্শও দিয়েছেন।
আরও পড়ুন-সর্বোচ্চ কেন্দ্রীয় স্বীকৃতি পেল মুখ্যমন্ত্রীর মস্তিস্কপ্রসূত প্রকল্প ‘দুয়ারে সরকার’
উপাচার্যের বিরুদ্ধে একনায়কতন্ত্র চালানোর অভিযোগ তোলেন পড়ুয়ারা। অভিযোগ, পাঁচ বছর ধরে নাকি যাঁকে খুশি সাসপেন্ড করা, শোকজ করা, বদলি করা, কোনও কর্মীর বেতন বন্ধ করে দেওয়া— করে যাচ্ছেন। এমনকী নিরাপত্তারক্ষীদের পড়ুয়াদের উপর ‘গুলি চালানো’রও নিদানও নাকি দেন। এরপরই ধুন্ধুমার কাণ্ড বেধে যায়। উপাচার্যের পদত্যাগের দাবি করে তাঁর বাসভবনের সামনে মঞ্চ করে আন্দোলন চালাচ্ছিলেন পড়ুয়ারা। রাতের অন্ধকারে সেই ধরনা মঞ্চ ভেঙে দেওয়া হয় বলেও অভিযোগ। নিরাপত্তারক্ষীদের সঙ্গে পড়ুয়াদের ধস্তাধস্তি হয়।
প্রতিবেদন: ১৩,৪২১ শূন্যপদের জন্য দ্বিতীয় দফার ইন্টারভিউর দিন ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal…
রাজ্য সরকারের ডিজিটাল পরিষেবা উদ্যোগ আরও একবার জাতীয় স্বীকৃতি পেল। পশ্চিমবঙ্গ সরকারের ‘অনুমোদন’ (Anumodan) নামে…
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…