নয়াদিল্লি, ১ ফেব্রুয়ারি : আইপিএল মেগা নিলামে অংশ নিতে চলা ক্রিকেটারদের সম্পূর্ণ তালিকা মঙ্গলবার জানিয়ে দিল বিসিসিআই। আয়োজক ভারত-সহ মোট ১৫টি দেশের ক্রিকেটার এবারের নিলামে অংশ নিচ্ছেন। আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি, বেঙ্গালুরুতে বসবে এই মেগা নিলামের আসর।
আরও পড়ুন-কপিল খোঁজার চেষ্টা ছেড়ে এগিয়ে চলো ভারতীয় দলকে বার্তা গম্ভীরের
সব মিলিয়ে মোট ৫৯০ জন ক্রিকেটারকে এবারের আইপিএল নিলামের জন্য চূড়ান্ত করেছে বিসিসিআই। এরমধ্যে ৩৭০ জন ভারতীয়। বাকি দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি ৪৭ জন ক্রিকেটার অস্ট্রেলিয়ার। এছাড়া ওয়েস্ট ইন্ডিজের ৩৪, দক্ষিণ আফ্রিকার ৩৩, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের ২৪ জন করে, শ্রীলঙ্কার ২৩ এবং আফগানিস্তানের ১৭ জন। তাছাড়া বাংলাদেশ, আয়ারল্যান্ড, জিম্বাবোয়ে, নামিবিয়া, স্কটল্যান্ড, নেপাল ও আমেরিকার কয়েকজন করে ক্রিকেটার এই নিলামে অংশ নেবেন।
আরও পড়ুন-প্রথম আইপিএল : ফিরে দেখা বিরাটের, আরসিবির টাকার অঙ্ক শুনে অবিশ্বাস্য লেগেছিল
এবারের নিলামের বড় চমক ১০ জন মার্কি ক্রিকেটারের নাম ঘোষণা করা। এই তালিকায় রয়েছেন চারজন ভারতীয় তারকা— শিখর ধাওয়ান, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ শামি ও শ্রেয়স আইআর। বাকি ছ’জন হলেন, ফাফ দু’প্লেসি, ডেভিড ওয়ার্নার, প্যাট কামিন্স, কুইন্টন ডি’কক, কাগিসো রাবাডা ও ট্রেন্ট বোল্ট। এঁদের সবার বেস প্রাইস দু’কোটি টাকা।
এই দশজন ছাড়া আরও ৩৮ জন ক্রিকেটারের বেস প্রাইস দু’কোটি ধার্য করা হয়েছে। এই তালিকায় উল্লেখযোগ্য নাম— স্টিভ স্মিথ, সুরেশ রায়না, শাকিব আল হাসান, ক্রুনাল পান্ডিয়া, ঈশান কিসান, দীনেশ কার্তিক। এছাড়া ২০ জন ক্রিকেটারের বেস প্রাইস রাখা হয়েছে দেড় কোটি। আরও ৩৪ জন ক্রিকেটারের বেস প্রাইস এক কোটি।