কপিল খোঁজার চেষ্টা ছেড়ে এগিয়ে চলো ভারতীয় দলকে বার্তা গম্ভীরের

ভারত আর কোনও কপিলদেবকে পায়নি এটা মেনে নিয়ে এগিয়ে যেতে হবে। পরিষ্কার বলে দিলেন গৌতম গম্ভীর।

Must read

নয়াদিল্লি, ১ ফেব্রুয়ারি : ভারত আর কোনও কপিলদেবকে পায়নি এটা মেনে নিয়ে এগিয়ে যেতে হবে। পরিষ্কার বলে দিলেন গৌতম গম্ভীর। তাঁর সাফ কথা, যা হওয়ার নয় তার পিছনে ছোটার কোনও মানে হয় না! বাস্তবকে মেনে নিয়ে এগিয়ে চলতে হবে।

গম্ভীর এক্ষেত্রে সরাসরি ভারতীয় দলের দিকে আঙুল তুলেছেন। তিনি বলেন, যা হওয়ার নয় সেই চেষ্টা এবার ভারতীয় দলকে ছাড়তে হবে। কারণ এতে সমস্যা বাড়ছে। গম্ভীর বলেছেন, ‘‘তোমার কাছে যা নেই তার পিছনে ছুটো না। বরং সেটা মেনে নিয়ে এগিয়ে চলো। যা তুমি করতে পারো না, সেটা করতে যেও না। এতে কিন্তু সমস্যা বাড়ে।” প্রাক্তন ভারতীয় ওপেনার একটি ওয়েবসাইটকে স্পষ্ট বলেছেন, জাতীয় দলে কেউ সুযোগ পেলে তাকে সরাসরি পারফর্ম করতে হবে। তখন আর তাকে গড়েপিটে নেওয়ার প্রশ্ন নেই। গম্ভীরের কথায়, ‘‘আমি সবসময় এটা বিশ্বাস করে এসেছি যে, আন্তর্জাতিক স্তরে এসে কাউকে তৈরি করা যায় না। এটা বরং হতে পারে রঞ্জি ও ভারত ‘এ’ দলের হয়ে খেলার সময়। তুমি দেশের হয়ে খেলতে এসেছ মানে তোমায় এবার পারফর্ম করতে হবে।”

আরও পড়ুন-প্রথম আইপিএল : ফিরে দেখা বিরাটের, আরসিবির টাকার অঙ্ক শুনে অবিশ্বাস্য লেগেছিল

এরপরই গম্ভীর বলেন, ‘‘আমরা আর একটা কপিলদেব পেলাম না বলে প্রায়শই আক্ষেপ শুনি। তাহলে তো রঞ্জি স্তরে গিয়ে কপিল গড়ার চেষ্টা করতে হবে। কাউকে প্রতিশ্রুতিবান মনে হলে আন্তর্জাতিক ক্রিকেটে এনে তার উপর ভরসা রেখে যেতে হবে। এরমধ্যে আমরা বিজয়শঙ্কর, শিবম দুবে, ভেঙ্কটেশ আইয়ার, অনেককেই দেখেছি।” প্রসঙ্গত, হার্দিক পান্ডিয়ার মধ্যেও অনেকে কপিলের ছায়া দেখেছিলেন। কিন্তু তিনি অনেকদিন বল না করে জাতীয় দল থেকে ছিটকে যান।

Latest article