মুম্বই, ১৭ অগাস্ট : এশিয়াড থেকে এশিয়া কাপ, কোথাও শিখর ধাওয়ান নেই। বিশ্বকাপেও তাঁকে নিয়ে কোনও চর্চা নেই। যা দেখে রবি শাস্ত্রী হতাশ। তিনি বলেছেন, আইসিসি টুর্নামেন্টে ধাওয়ান ধারাবাহিকভাবে ভাল খেলেছেন। কিন্তু কখনও প্রাপ্য সম্মানটুকু পাননি।
এদিকে, চলতি মাসের শেষেই এশিয়া কাপ। এর পর রয়েছে দেশের মাটিতে একদিনের বিশ্বকাপ। কিন্তু টিম ইন্ডিয়ার চার নম্বরে কে ব্যাট করবেন, সেটা এখনও স্পষ্ট হয়নি। অধিনায়ক রোহিত শর্মাও সম্প্রতি এই ব্যাটিং অর্ডার নিয়ে সমস্যার কথা জানিয়েছেন। এই পরিস্থিতিতে রবি শাস্ত্রীর পরামর্শ, চারে বিরাট কোহলিকে খেলানো যেতেই পারে।
আরও পড়ুন-পিনাক সিলেটে বাংলার সোনা
এক সাক্ষাৎকারে শাস্ত্রী বলেছেন, যদি দলের স্বার্থে বিরাটকে চারে ব্যাট করতে হয়, তাহলে ও সেটাই করবে। আগের দুটো বিশ্বকাপে, বিশেষ করে ২০১৯ সালে আমি যখন কোচ ছিলাম, তখন তৎকালীন প্রধান নির্বাচকের সঙ্গে এই বিষয়ে কথা বলেছিলাম। ভারতীয় দলের প্রাক্তন কোচ আরও যোগ করেছেন, যদি কোনও ম্যাচে আমাদের প্রথম দু’-তিনজন আউট হয়ে যেত, তাহলেই হার নিশ্চিত ছিল। তাই পরের দিকেও যাতে অভিজ্ঞ ব্যাটার হাতে থাকে, তারজন্যই বিরাটকে ব্যাটিং অর্ডারের চারে খেলাতে চেয়েছিলাম। কে এল রাহুলের ফিটনেস নিয়ে তিনি বলেন, রাহুল অনেকদিন ক্রিকেটের বাইরে। পুরোপুরি চোটমুক্ত হতে পেরেছে কি না সন্দেহ। তাই এশিয়া কাপে ও খেলবেই, এটা ধরে নেওয়া বাড়াবাড়ি। ঋষভ পন্থের অনুপস্থিতিতে ভারতীয় দলে আরও বাঁহাতি ব্যাটারের দরকার বলেও মনে করেন শাস্ত্রী।
আরও পড়ুন-পাক ক্রিকেটে ভিডিও-বিভ্রাট
তাঁর বক্তব্য, প্রথম চার বাদে অন্তত তিনটে জায়গায় বাঁহাতির প্রয়োজন। যদি তিলক ভার্মাকে পছন্দ হয়, তাহলে নাও। একই কথা যশস্বী জয়সওয়ালের ক্ষেত্রেও প্রযোজ্য। ঈশান কিসানও রয়েছে। সোজা কথা, জাদেজা ছাড়াও অন্তত একজন বাঁহাতি লাগবেই।