দক্ষিণ আফ্রিকা সফরেই শেষ সুযোগ পাচ্ছেন ধাওয়ান

অলরাউন্ডার ভেঙ্কটেশ আইয়ার যে নিশ্চিত ভাবেই দক্ষিণ আফ্রিকা সফরের ওয়ান ডে স্কোয়াডে থাকছেন, তা জানিয়ে দিয়েছেন ওই বোর্ড কর্তা।

Must read

নয়াদিল্লি, ১২ ডিসেম্বর : দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন ওয়ান ডে সিরিজের দলে আদৌ কি সুযোগ পাবেন শিখর ধাওয়ান? অভিজ্ঞ ভারতীয় ওপেনার টি-২০ বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদ পড়েছিলেন। এমনকী, চলতি বিজয় হাজারে ট্রফিতেও ধাওয়ানের ব্যাটে রান নেই। তাঁকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছেন তরুণ তুর্কি ঋতুরাজ গায়কোয়াড়।

আরও পড়ুন-পেনাল্টি-বিতর্কে বিদ্ধ ইপিএল

বিজয় হাজারে ট্রফিতে টানা তিন ম্যাচে সেঞ্চুরি করেছেন ঋতুরাজ। তাই দক্ষিণ আফ্রিকা সফরের ওয়ান ডে দলে ঢোকার প্রবল দাবিদার চেন্নাই সুপার কিংসের ওপেনার। কুইন্টন ডি’ককদের বিরুদ্ধে ভারতের দুই প্রথম পছন্দের ওপেনার হলেন অধিনায়ক রোহিত শর্মা ও কে এল রাহুল। ফলে ধাওয়ান ও ঋতুরাজের লড়াইটা মূলত তৃতীয় ওপেনার কে হবেন, তা নিয়ে।

যদিও বোর্ড সূত্রের খবর, ঋতুরাজ স্কোয়াডে থাকলেও, ধাওয়ানকে শেষ একটা সুযোগ দিতে পারেন নির্বাচকরা। তবে ব্যর্থ হলে জাতীয় দলের দরজা চিরকালের জন্য বন্ধ হয়ে যেতে পারে গব্বরের জন্য। বিসিসিআইয়ের সূত্র মতে, ‘‘ভারত শেষ যে ওয়ান ডে সিরিজ (চলতি বছরের জুলাইয়ে) খেলেছে, তাতে অধিনায়ক ছিল শিখর। শ্রীলঙ্কার বিরুদ্ধে ওই সিরিজ জেতাতে ব্যাট হাতে বড় অবদান রেখেছিল। তাই নির্বাচকরা ওকে আরও একটা সুযোগ দিতে পারেন। হয়তো সিরিজের প্রথম দুটো ম্যাচে রোহিতের সঙ্গে শিখরই ওপেন করবে। রান পেলে ঠিক আছে। কিন্তু ব্যর্থ হলেই সব শেষ।’’

আরও পড়ুন-আরও ২৫ বিমানবন্দর বেচে দিচ্ছে সরকার

তবে তরুণ অলরাউন্ডার ভেঙ্কটেশ আইয়ার যে নিশ্চিত ভাবেই দক্ষিণ আফ্রিকা সফরের ওয়ান ডে স্কোয়াডে থাকছেন, তা জানিয়ে দিয়েছেন ওই বোর্ড কর্তা। তাঁর বক্তব্য, ‘‘ভেঙ্কটেশ রবিবারই বিজয় হাজারে ট্রফিতে ১১৩ বলে ১৫১ রান করেছে। এছাড়া প্রত্যেক ম্যাচেই ৯-১০ ওভার করে বল করছে। ও দক্ষিণ আফ্রিকা যাচ্ছেই।’’

Latest article