প্রতিবেদন : প্রথম ডিভিশন কলকাতা লিগে বৃহস্পতিবার গ্রুপ ‘এ’-র শেষ ম্যাচ খেলতে নামছে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব (DHFC)। বিধাননগর স্পোর্টস কমপ্লেক্সের মাঠে কিবু ভিকুনার দলের প্রতিপক্ষ মৌরি স্পোর্টিং ক্লাব। এই ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার সিক্সে ওঠার লড়াই ডায়মন্ড হারবারের। ১০ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে কিবুর দল। সমসংখ্যক ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আর্মি রেড। আজ জিতলে ২৭ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়েই সুপার সিক্সে খেলতে নামবে ডায়মন্ড হারবার।
আরও পড়ুন-টেনিসেই থাকব: ফেডেরার
দলের সহকারী কোচ বিশ্বজিৎ ঘোষাল বললেন, ‘‘মৌরি স্পোর্টিং পয়েন্ট তালিকায় সবার নিচে থাকলেও আমরা ওদের ছোট করে দেখছি না। বড় ব্যবধানে জিতে আত্মবিশ্বাস বাড়িয়েই পরের রাউন্ডে যেতে চাই। গ্রুপ ম্যাচের পয়েন্ট সুপার সিক্সে যোগ হবে। সেটাও আমরা মাথায় রাখছি। ভুলত্রুটি কমিয়ে নিজেদের খেলার উন্নতি ঘটাতে চাইছি আমরা।’’
সফিক আলি গায়েনকে এক স্ট্রাইকারে রেখেই দল নামাতে পারেন ডায়মন্ড হারবারের স্প্যানিশ কোচ। একটু নিচ থেকে উইথড্রল হিসেবে খেলতে পারেন অভিজ্ঞ তীর্থঙ্কর সরকার। দুই উইং থেকে তুহিন শিকদার ও শিহাদকে আক্রমণে ব্যবহার করতে পারেন কিবু। বিকল্প অপশনও রয়েছে কিবুর হাতে। শেষ দুই ম্যাচে নজরকাড়া উইং হাফ সুকুরাম সর্দারকে বৃহস্পতিবার শুরু থেকে খেলাতে পারেন ডায়মন্ড হারবার (DHFC) কোচ। সেক্ষেত্রে তীর্থঙ্করকে পরে নামিয়ে তুহিনকে সেন্ট্রাল মিডফিল্ডে ব্যবহার করতে পারেন কিবু। মাঝমাঠে থাকছেন গৌতম কুজুর এবং শেখ সলমন। রক্ষণে ভরসা বিক্রমজিৎ সিং, সন্দীপ পাত্ররা।