জয় হাতছাড়া ডায়মন্ড হারবারের

ডায়মন্ড হারবার ০ অনুশীলনী ০

Must read

প্রতিবেদন : পোর্ট ট্রাস্টকে উড়িয়ে প্রথম ডিভিশন কলকাতা লিগে অভিযান শুরু করেছিল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব ডায়মন্ড হারবার এফসি। কিন্তু রবিবার লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে অনুশীলনীর বিরুদ্ধে ভাল খেলেও জয় হাতছাড়া করল কিবু ভিকুনার দল (DHFC vs Anushilani)। দমদম সুরের মাঠ অমল দত্ত ক্রীড়াঙ্গনে ম্যাচটি গোলশূন্য ভাবে শেষ হয়।

পোর্ট ম্যাচের প্রথম একাদশ থেকে দু’টি বদল হয়। আগের ম্যাচের গোলদাতা তুহিন শিকদার জ্বরের জন্য খেলতে পারেননি। তাঁর জায়গায় এদিন শুরু করেন শিহাদ। সফিক আলি গায়েনের পরিবর্তে ফরোয়ার্ডে খেলেন সাগর হাঁসদা। প্রথম ম্যাচের মতো ছন্দে দেখা যায়নি ডায়মন্ড হারবারকে। তা সত্ত্বেও ম্যাচে গোলের সুযোগ বেশি পেয়েছিল কিবুর দলই। কিন্তু দুই অর্ধেই সুযোগ নষ্ট করে জয় হাতছাড়া করে ডায়মন্ড হারবার।

আরও পড়ুন: কমনওয়েলথ গেমসে সোনা জেরেমির, অভিনন্দন মুখ্যমন্ত্রীর

বিরতির আগে একা গোলকিপারকে সামনে পেয়েও বল নেটের বাইরে মারেন সাগর। সহজ গোলের সুযোগ নষ্ট করেন অনন্ত মুরলীও। বিরতির পর ডায়মন্ড হারবার রক্ষণে চাপ বাড়িয়ে গোল তুলে নেওয়ার চেষ্টা করে অনুশীলনী (DHFC vs Anushilani)। কিন্তু কিবুর দলের রক্ষণ প্রথম ম্যাচের মতোই জমাট থাকায় বিপদ হয়নি। বরং খেলার শেষ লগ্নে ফের দু’টি সহজ গোলের সুযোগ নষ্ট করে ডায়মন্ড হারবার। দলের সহকারী কোচ বিশ্বজিৎ ঘোষাল বললেন, ‘‘আমরা খুব ভাল খেলতে পারিনি। তবে সুযোগগুলোও কাজে লাগাতে পারিনি। তুহিন না খেলায় আক্রমণভাগে একটু সমস্যা হয়েছে। তবে এখনও অনেক ম্যাচ বাকি। পরের ম্যাচে ঠিক জয়ে ফিরবে দল।’’

Latest article