চেন্নাই, ১৩ এপ্রিল : বুড়ো হাড়ে এখনও ভেল্কি দেখাচ্ছেন মহেন্দ্র সিং ধোনি। যদিও চিপকে বুধবার রাতে ধোনি-স্টাইলে ম্যাচ ফিনিশ হয়নি। রাজস্থান রয়্যালসের কাছে মাত্র ৩ রানে হারতে হয়েছে চেন্নাই সুপার কিংসকে। যা দেখে রীতিমতো হতাশ চিপকের হাউসফুল গ্যালারি এবং লাখো সিএসকে সমর্থক তথা মাহি ভক্তরা। হতাশার আবহেই সিএসকে কোচ স্টিফেন ফ্লেমিং আবার আশঙ্কার কথা শুনিয়ে রাখলেন। ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে এসে ফ্লেমিং জানান, হাঁটুর চোটে ভুগছেন ধোনি। এরপরই তাঁকে নিয়ে আশঙ্কায় অনুরাগীরা।
আরও পড়ুন-বাম তাণ্ডব, আক্রান্ত পুলিশ
রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে সেই আট নম্বরেই ব্যাট করতে আসেন। লোয়ার ডাউনে নেমে রবীন্দ্র জাদেজাকে সঙ্গে নিয়ে ম্যাচ প্রায় জিতিয়ে দিচ্ছিলেন ধোনি। তিনটি ওভার বাউন্ডারি ও একটি বাউন্ডারির সাহায্যে ১৭ বলে ৩২ রান করে অপরাজিত থেকে যান। গ্লাভস হাতে উইকেটের পিছনেও ক্ষিপ্রতা দেখাচ্ছেন। আবার দলকে দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন। কিন্তু এত কিছু করছেন চোট নিয়েই। রাজস্থান ম্যাচের পর তা ফাঁস করেছেন সিএসকে কোচ ফ্লেমিং। প্রাক্তন কিউয়ি তারকা বলেন, ‘‘ধোনির হাঁটুতে চোট রয়েছে। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে। কিন্তু ও চোট নিয়েই খেলে যাচ্ছে। এই চোটের কারণে ওর নড়াচড়ায় প্রভাব পড়ছে। তবু বলছি, ধোনি যে কোনও পেশাদারের মতোই ফিট। এবারের আইপিএল শুরুর অনেক আগেই প্রস্তুতি শুরু করেছিল। চেন্নাই আসার এক মাস আগে থেকেই প্রাক-মরশুম প্রস্তুতি শুরু করে ধোনি। ও নিজেকে যেভাবে তৈরি রাখে, তাতে সবসময় আত্মবিশ্বাসী থাকে। আমরা ওকে নিয়ে কখনও আশঙ্কায় থাকি না। ধোনি দুর্দান্ত।’’ তবে ফ্লেমিং মনে করছেন না যে, চোটের কারণে ধোনিকে আগামী কয়েকটা ম্যাচ বসতে হতে পারে।
আরও পড়ুন-একাধিক রাস্তার উদ্বোধন
স্বয়ং সিএসকে অধিনায়ক অবশ্য বেজায় বিরক্ত রাজস্থানের বিরুদ্ধে জিততে না পারায়। ধোনি বলেছেন, ‘‘মাঝের ওভারগুলোয় আমরা অনেক ডট বল খেলেছি। ওই সময় আরও বেশি রান তোলা উচিত ছিল। ব্যাটারদের আরও বেশি দায়িত্ব নিতে হবে।’’ এদিকে, দীপক চাহার, বেন স্টোকসের পর সিএসকে-র প্রোটিয়া পেসার সিসান্দা মাগালাও আগামী কয়েকটি ম্যাচের জন্য ছিটকে গেলেন।