বাম তাণ্ডব, আক্রান্ত পুলিশ

পুলিশ এদিন জলকামান মজুত রেখেছিল। কিন্তু তার প্রয়োজন পড়েনি। তবে মীনাক্ষীর নেতৃত্বে আন্দোলন হওয়ায় তাঁকে গ্রেফতার করেছে।

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : আন্দোলনের নামে সিপিএমের যুব সংগঠনের অরাজকতা। শহরকে স্তব্ধ করার পরিকল্পনা ব্যর্থ করল পুলিশ। পরিস্থিতি স্বাভাবিক করতে গিয়ে বাম সদস্যদের হাতে আক্রান্ত হল পুলিশ। হামলার অভিযোগে আটক করা হয় সিপিএমের যুব সংগঠনের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়কে। মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের গতিকে আটকাতে বিজেপির মদতে বিচ্ছিন্নতাবাদীর ভূমিকায় ডিওয়াইএফআই।

আরও পড়ুন-একাধিক রাস্তার উদ্বোধন

বৃহস্পতিবার উত্তরকন্যা অভিযানের নামে আন্দোলনের ডাক দেয় ডিওয়াইএফআই। সেই অনুযায়ী কয়েকশো কর্মী মীনাক্ষী মুখোপাধ্যায় নেতৃত্বে মিছিল শুরু করে। শিলিগুড়ি তিনবাত্তি মোড়ে পুলিশ মিছিল আটকাতে গেলে পুলিশকে লক্ষ্য করে ঢিল ও ইট ছোঁড়ে বাম আন্দোলনকারীরা। পুলিশ মিছিলকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে। তাতেও কিছু হয়নি বরং পুলিশের উপরে আক্রমণ আরও বেড়ে যায়। বাধ্য হয়ে পুলিশকে টিয়ার গ্যাসের শেল ফাটাতে হয়। পুলিশ এদিন জলকামান মজুত রেখেছিল। কিন্তু তার প্রয়োজন পড়েনি। তবে মীনাক্ষীর নেতৃত্বে আন্দোলন হওয়ায় তাঁকে গ্রেফতার করেছে। তবে এর আগে বিজেপি যেভাবে উত্তরকন্যা অভিযান করেছিল ঠিক সেই কায়দাতেই এদিন বাম যুব সংগঠন আন্দোলনের নামে যদিও এই বিষয়ে শিলিগুড়ির মেয়র গৌতম দেব বলেন, আন্দোলন শান্তিপূর্ণ ভাবেও করা যায়। পুলিশ তাদের চাকরির দায়ে কর্তব্য করতে এসেছে। পুলিশের উপরে হামলা উচিত হয়নি।

Latest article