নিবিড় পর্যবেক্ষণের ফল, ডায়মন্ড হারবার একমাত্র জায়গা যেখানে রোগীদের হাসপাতাল থেকে নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেনি

সরকারি হাসপাতাল থেকে নিখোঁজ রোগী আজ কোন নতুন ঘটনা নয়। প্রতিবারই কাঠগড়ায় তোলা হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষকে ও প্রশাসনকে।

Must read

সরকারি হাসপাতাল থেকে নিখোঁজ রোগী আজ কোন নতুন ঘটনা নয়। প্রতিবারই কাঠগড়ায় তোলা হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষকে ও প্রশাসনকে। তাদের গাফিলতির জেরেই যে এই ঘটনার বার বার পুনরাবৃত্তি হয়েছে সেই কথা মনে করিয়ে দেওয়া হয়েছে। করোনাকালেও এই ঘটনা দেশের বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে। সেই নিরিখে বাংলায় এই ঘটনা প্রায় দেখাই যায় নি।

আরও পড়ুন-দল ও নেত্রী একটাই, কোনও উপদল নয়: দুই জেলা নেতৃত্বকে কড়া বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

এই অবস্থায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়েছিলেন ‘হোয়াট ডায়মন্ড হারবার থিংকস টুডে, রেস্ট অব বেঙ্গল থিংকস টুমরো।’ ডায়মন্ড হারবার পুলিশ জেলার ক্ষেত্রে অর্থাৎ মেটিয়াবুরুজ থেকে শুরু করে ডায়মন্ড হারবারের নদীর ধার পর্যন্ত মোট ৯ টি আইসি থানা, ৪ টি ওসি থানা ও একাধিক আউটপোস্টে পুরো এলাকায় নজর রাখা হত সিসিটিভি-র মাধ্যমে। ২০১৮ সাল থেকে সেই প্রক্রিয়া শুরু হয়েছে, যা এ রাজ্যে প্রথম বলেই জানিছেন অভিষেক। তিনি স্পষ্ট করেই বলেন, ‘আজ হয়ত অনেক পুলিশ জেলাই এই সিসিটিভি-র ব্যবহার শুরু করেছে। কিন্তু আমি গর্ব করে বলতে পারি, আজ ডায়মন্ড হারবার যা ভাবে, বাকি বাংলা কাল সেটা ভাবে।’এলাকার প্রতিটি ব্লকে, পঞ্চায়েতে, পুরসভার ওয়ার্ডগুলিতে খোলা হয়েছে কন্ট্রোলরুম। দক্ষিণ ২৪ পরগনার ৫ ব্লকে চালু হয়ে গিয়েছে ‘ডক্টরস অন হুইলস’ পরিষেবা।

আরও পড়ুন-আদিবাসীদের সম্মান, অধিকার অব্যাহত থাকবে: বিশ্ব আদিবাসী দিবসে বার্তা মুখ্যমন্ত্রীর

এর ফলে দেখা গিয়েছে হাসপাতাল থেকে রোগী পালানোর ঘটনা প্রায় একেবারেই নেই। এই মর্মে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস টুইট করেছে, ‘আমাদের মাননীয় এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ। ডায়মন্ড হারবার একমাত্র জায়গা হিসাবে বিবেচিত হয়েছে যেখানে রোগীদের হাসপাতাল থেকে নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেনি৷ এটা সম্ভব হয়েছে শুধুমাত্র তার অক্লান্ত পরিশ্রম ও নিবিড় পর্যবেক্ষণের কারণে!’

 

Latest article