খেলা

ড্র করে বিদায় ডায়মন্ড হারবারের

প্রতিবেদন : নাটকীয় ম্যাচে দু’গোলে এগিয়ে থেকেও জয় হাতছাড়া ডায়মন্ড হারবার এফসি-র (DHFC)। স্পোর্টিং ক্লাব বেঙ্গালুরুর সঙ্গে গ্রুপের শেষ ম্যাচ ২-২ ড্র করে আই লিগের তৃতীয় ডিভিশন থেকে বিদায় নিল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব। দুটো দলই জয়ের হ্যাটট্রিক করে এই ম্যাচে মুখোমুখি হয়েছিল। দুই দল ৯ পয়েন্টে থাকলেও গোল পার্থক্যে এগিয়ে থাকার সুবাদে ডায়মন্ড হারবারকে (DHFC) পিছনে ফেলে তৃতীয় ডিভিশন আই লিগের চূড়ান্ত রাউন্ডে বেঙ্গালুরু। দুর্ভাগ্য ডায়মন্ড হারবারের। অন্য গ্রুপে ৮ পয়েন্ট নিয়েও যখন গ্রুপ শীর্ষে থাকা দল পরের রাউন্ডে গেল, তখন সর্বোচ্চ ১০ পয়েন্ট নিয়েও ছিটকে যেতে হল কিবু ভিকুনার দলকে।
ম্যাচের পর স্থানীয় দল তুমুল ঝামেলা শুরু করে। ডায়মন্ড হারবারের ফুটবলারদের উপর চড়াও হন বেঙ্গালুরুর কোচ, ফুটবলার ও ম্যানেজমেন্ট কর্তারাও। কোচ কিবু ও ডায়মন্ড হারবার ফুটবলারদের সঙ্গে দুর্ব্যবহার করেন তাঁরা। কিবুর বিরুদ্ধে বর্ণবিদ্বেষী মন্তব্যও করা হয়। রাতেই ফেডারেশনকে চিঠি দিয়েছে অভিষেকের ক্লাব। চিঠিতে লেখা হয়েছে, প্রাক্তন ফিফা রেফারি কে শঙ্করের অ্যাক্রেডিটেশন না থাকা সত্ত্বেও মাঠে ঢুকে ডায়মন্ড হারবারের কোচকে বর্ণবিদ্বেষী আক্রমণ করা হয়েছে। বেঙ্গালুরু টিমের কয়েকজন রেজিস্ট্রেশনহীন ম্যাচ অফিশিয়াল নিয়ম ভেঙে ম্যাচের স্বচ্ছতা ও অখণ্ডতা নষ্ট করেছে। ম্যাচের পর বিপক্ষ দলের তরফে মারাত্মক কিছু হুমকি ও আচরণ আমাদের খেলোয়াড়দের নিরাপত্তা বিঘ্নিত করেছে। প্রোটোকল ভেঙে ম্যাচের আগেই ডায়মন্ড হারবারের জন্য নির্দিষ্ট ড্রেসিংরুম দখল করে নেয় বেঙ্গালুরু। প্রশ্ন তোলা হয়েছে, আয়োজক সংস্থার প্রতিনিধি হয়েও কীভাবে কর্নাটক ক্রিকেট সংস্থার এক কর্তা বেঙ্গালুরু দলের ডাগ আউটে বসতে পারেন?
ম্যাচের রাশ এদিন শুরু থেকেই ডায়মন্ড হারবারের হাতে ছিল। সহজেই জেতা উচিত ছিল ম্যাচ। কিন্তু গোলের লকগেট খুলতে ৪৩ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় ডায়মন্ড হারবারকে। কার্লোস চালামের গোলে এগিয়ে যায় তারা। বিরতির আগেই ব্যবধান দ্বিগুণ করে কিবুর দল। প্রথমার্ধের সংযুক্ত সময়ে গোল করে ২-০ করেন তুহিন শিকদার। সরাসরি জিতলেই লিগের চূড়ান্ত পর্ব নিশ্চিত ছিল। কিন্তু সব এলোমেলো হয়ে যায় দ্বিতীয়ার্ধে। ৬১ মিনিটে প্রতিআক্রমণ থেকে একটি গোল শোধ করে বেঙ্গালুরু। বরং ৮১ মিনিটে সাইবরলাং খরপনের গোল করে ম্যাচে সমতা ফেরায় বেঙ্গালুরু। রেফারিং নিয়ে সরাসরি অভিযোগ না জানালেও ডায়মন্ড হারবার শিবিরে অসন্তোষ রয়েছে। ডায়মন্ড হারবারের গোলকিপার সুস্নাত মালিককে অন্যায়ভাবে দ্বিতীয় হলুদ কার্ড দেখানো হয়েছে।

আরও পড়ুন- ফৌজদারি আইন পুনর্গঠন বিল প্রত্যাহার কেন্দ্রের

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

3 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

3 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

3 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

3 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

3 hours ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

3 hours ago