প্রতিবেদন : শিয়রে লোকসভা নির্বাচন। দেশ জুড়ে লাগু রয়েছে আদর্শ আচরণ বিধি। কিন্তু তার মধ্যেই কেন্দ্রীয় এজেন্সিগুলির উপর ছড়ি ঘোরাচ্ছে বিজেপি সরকার। বুধবার কেন্দ্রীয় এজেন্সি এনআইএ-র ডিজি পদের গুরুদায়িত্ব পেলেন আইপিএস সদানন্দ ডেট। নির্বাচন কমিশনকে পকেটে পুরে কেন্দ্রীয় এজেন্সির উপর মোদি সরকারের এই দাদাগিরি নিয়ে কেন্দ্রকে তীব্র আক্রমণ করল তৃণমূল কংগ্রেস (TMC)। সাংসদ সাকেত গোখলে বুধবার সকালে কেন্দ্রের এই তুঘলকি সিদ্ধান্ত নিয়ে এক্স হ্যান্ডেলে লিখেছেন, মোদি সরকার কি এনআইএ-র নতুন প্রধান নিয়োগ করার আগে নির্বাচন কমিশনের অনুমতি নিয়েছে? যে সদানন্দ ডেটকে এনআইএ-র নয়া ডিজি পদে নিয়ে আসা হয়েছে, তিনি এর আগে মহারাষ্ট্র এটিএস-এর প্রধান ছিলেন। এবং তিনি মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিশের ব্যক্তিগত পছন্দ। সাকেতের এই পোস্ট শেয়ার করে তৃণমূল কংগ্রেস (TMC) এক্স হ্যান্ডেলে কেন্দ্রকে তুলোধোনা করে লিখেছে, কেন্দ্রীয় এজেন্সিগুলির উপর নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করার জন্য বিজেপি সরকার নির্লজ্জভাবে নিজেদেরই এক দালালকে এনআইএ-র ডিজি পদে নিয়ে এসেছে। কিন্তু মডেল কোড অফ কনডাক্ট লাগু থাকাকালীন কেন্দ্রীয় এজেন্সির প্রধান বদল করার আগে কি তারা নির্বাচন কমিশনের অনুমতি নিয়েছে? যদি না নেয়, তাহলে কমিশন এখনও পর্যন্ত এর বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেয়নি কেন? আমরা জবাব চাই।