গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মৃত্যু হল নেপালের সাংসদ চন্দ্র ভাণ্ডারির মা হরিকলা ভাণ্ডারির। গুরুতর জখম হয়েছেন সাংসদ নিজেও। তাঁকে চিকিৎসার জন্য মুম্বইয়ে উড়িয়ে আনা হয়েছে। তাঁর অবস্থাও অত্যন্ত সংকটজনক। জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে কাঠমান্ডুতে সাংসদের বাড়িতে আচমকাই গ্যাস সিলিন্ডারটি ফেটে যায়।
আরও পড়ুন-পেট্রোপণ্যকে জিএসটির আওতায় আনার ভাবনা
মৃত্যু হয় তাঁর মায়ের। গ্যাস সিলিন্ডার লিক করার কারণেই বিস্ফোরণ ঘটে। সাংসদের মা প্রায় ৮০ শতাংশ পুড়ে গিয়েছিলেন। সঙ্গে সঙ্গেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি। সাংসদকে প্রথমে কীর্তিপুর বার্নস হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ভারতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এদিনের ঘটনায় নেপালের রাজনৈতিক মহলে শোকের ছায়া নামে। কীভাবে গ্যাস সিলিন্ডারটি লিক করল তা খতিয়ে দেখছে পুলিশ।