পেট্রোপণ্যকে জিএসটির আওতায় আনার ভাবনা

জ্বালানি তেলেও জিএসটি বসানোর চিন্তাভাবনা করছে নরেন্দ্র মোদি সরকার। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের এক মন্তব্যে এমনই ইঙ্গিত মিলেছে

Must read

প্রতিবেদন : জ্বালানি তেলেও জিএসটি বসানোর চিন্তাভাবনা করছে নরেন্দ্র মোদি সরকার। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের এক মন্তব্যে এমনই ইঙ্গিত মিলেছে। অর্থমন্ত্রীর বক্তব্য, রাজ্যগুলি রাজি থাকলে পেট্রোল, ডিজেল-সহ জ্বালানি তেল এবং প্রাকৃতিক গ্যাসের উপর জিএসটি বসানোর বিষয়ে ভাবনাচিন্তা করতে পারে কেন্দ্র। তবে পেট্রোপণ্যের উপরে কত শতাংশ জিএসটি বসতে পারে, সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। যদিও পেট্রোপণ্যে জিএসটি বসাতে হলে জিএসটি পরিষদের ছাড়পত্র প্রয়োজন।

আরও পড়ুন-ইউক্রেনের আকাশে হানা রুশ গুপ্তচর বেলুনের

বণিকসভার এক আলোচনাসভায় অর্থমন্ত্রী বলেন, জিএসটি পরিষদের ছাড়পত্র পেলেই পেট্রোপণ্যে জিএসটি চালু হতে পারে। রাজ্যগুলি রাজি হলে পেট্রোপণ্যকেও জিএসটির আওতায় আনা হবে। বিষয়টি নিয়ে আলোচনা চলছে। উল্লেখ্য, ১৮ ফেব্রুয়ারি থেকে নির্মলা সীতারামনের নেতৃত্বে জিএসটি পরিষদের ৪৯তম বৈঠক হতে চলেছে। তার আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর এই মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Latest article