দিঘা (Digha) কিংবা পুরী (Puri) যেতে গেলেই দরকার পরে ট্রেন কিংবা বাস। এবার জলপথে দীঘা যাওয়ার পরিকল্পনা চলছে। ডায়মন্ডহারবার (Diam9ond Harbour) থেকে এই ব্যবস্থা করা যেতে পারে বলেই জানা যাচ্ছে। ক্রুজে (Cruise) চেপে সোজা দীঘা, আর পুরী যাওয়া যাবে। এর ফলে আম বাঙালির প্রিয় ডেস্টিনেশনে পৌঁছনো আরো কিছুটা সহজ হয়ে গেল তো বটেই। ডায়মন্ডহারবার পুরসভা এই ক্রুজ পরিষেবা চালু নিয়ে চিন্তাভাবনা করছে। পিপিপি মডেলে হতে পারে। কয়েক দফা আলোচনার পর জানা গিয়েছে এর ট্রায়াল রান শীঘ্র শুরু করা হবে। যথেষ্ট উপভোগ্য হতে চলেছে গতিপথ। জলপথে প্রকৃতি দর্শন অন্যরকম অনুভূতি তো বটেই।
প্রাথমিক তথ্য অনুযায়ী এই ক্রুজটি ডায়মন্ডহারবার জেটি থেকে ছাড়বে। প্রথমে গঙ্গাসাগরে পৌঁছবে। অনেকেরই এই স্থান ভ্রমণের আগ্রহ রয়েছে। সেখানে কিছুক্ষণ থেকে পুরীর দিকে রওনা দেবে। জলপথে দুটি তীর্থ পর পর দর্শন হবে। থাকছে না দুষণ, কিংবা গাড়ির ঝাঁকুনি। সময় এখানে খুব বড় একটা ব্যাপার। সূত্রের খবর, ডায়মন্ডহারবার থেকে দিঘা যেতে সময় লাগতে পারে ১ ঘণ্টা ২০ মিনিট থেকে দেড় ঘণ্টা। ট্রেনে কিংবা বাসে এর থেকে বেশি সময় লাগে। যদিও পুরী যেতে সময় লাগলে পারে ৬ ঘণ্টা। ভাড়া নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। সবরকম পর্যটকদের কথা মাথায় রেখেই এই চিন্তাভাবনা করা হচ্ছে। সুরক্ষার ব্যাপারটিও যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে। এই অবস্থায় দিঘাতে জগন্নাথ মন্দির বাড়তি পাওনা তো বটেই। কবে থেকে পরিষেবা চালু হবে এই নিয়ে এখনো কোন দিন স্থির করা হয় নি।