ভুয়ো জবকার্ড ইস্যুতে বিমানবন্দর থেকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী জানান, লোকসভায় কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছে, প্রধানমন্ত্রী সঙ্গে তাঁর বৈঠক হবে। সেই বৈঠকের পরেই পরবর্তী কর্মসূচি স্থির হবে।

Must read

বাংলার প্রাপ্য আটকে রয়েছে কেন্দ্রীয় সরকারের দফতরে। কিন্তু ভুয়ো জবকার্ডের (Jobcard) নিরিখে শীর্ষে যোগীরাজ্য উত্তর প্রদেশে। তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিচ্ছে গ্রমোন্নয়ন মন্ত্রক? বুধবার, দুপুরে কার্শিয়াং রওনা হওয়ার আগে বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে নাম না করে বিজেপিকে সবচেয়ে বড় পকেটমার বলে নিশানা করেন মমতা।

আরও পড়ুন-প্রমোদতরীতে এবার জলপথে দিঘা-পুরী

বাংলার বকেয়া আটকে রেখেছে। একের পর এক প্রতিদল আসছে। তার পরেও কেন্দ্রের নিরিখেই বিভিন্ন প্রকল্পে দেশের মধ্যে একনম্বর বাংলা। এর মধ্যেই ফের ১০০ দিনের কাজ ও আবাস যোজনার তদন্তে রাজ্যে আসছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। এর প্রেক্ষিতেই মুখ্যমন্ত্রী বলেন, “ওঁরা পকেটমার। মানুষের পকেট কাটে। এর আগে ১০৭টি দল এসেছে। আরও দল আসুক। এরা বিজেপিকে রাজনৈতিক অক্সিজেন জোগাতে আসে। ও করেগা, হাম লড়েগা।“

আরও পড়ুন-মিগজাউমের জেরে তামিলনাড়ুতে মৃতের সংখ্যা বেড়ে ১৬, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রী জানান, লোকসভাতেই কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছে দেশের মধ্যে ভুয়ো জবকার্ডে তালিকায় শীর্ষে ডবল ইঞ্জিনের উত্তরপ্রদেশ। তোপ দেগে মমতা প্রশ্ন, সেই নিয়ে যোগী রাজ্যের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে! বাংলার ১০০দিনের টাকা, গ্রামীণ সড়ক যোজনার টাকা আটকে রেখেছে! তাহলে কেন উত্তর প্রদেশের বিরুদ্ধে ব্যবস্থা নয়!

আরও পড়ুন-যাদবপুরে বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যু কাণ্ডে ৩২ জন পড়ুয়ার বিরুদ্ধে শাস্তির সুপারিশ

মুখ্যমন্ত্রী জানান, লোকসভায় কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছে, প্রধানমন্ত্রী সঙ্গে তাঁর বৈঠক হবে। সেই বৈঠকের পরেই পরবর্তী কর্মসূচি স্থির হবে।

Latest article