‘তামিলনাড়ুতে যা বৃষ্টি হয়েছে, আমরা ওদের নিয়ে চিন্তিত’ বিমানবন্দর থেকে দুর্গতদের পাশে থাকার বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের

পাহাড়ের মেয়ের সঙ্গে বিবাহসূত্রে বাঁধা পড়ছেন আবেশ বন্দ্যোপাধ্য়ায়, মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ভাই কার্তিক বন্দ্যোপাধ্য়ায়ের সুপুত্র

Must read

আজ উত্তরের জেলা পরিদর্শনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandyopadhyay)। শুক্রবার থেকেই ঠাসা কর্মসূচি রয়েছে তাঁর। রয়েছে কার্শিয়াঙে (Kurseong) অনুষ্ঠান। মিরিখে ত্রাণ বিলি করবেন মুখ্যমন্ত্রী। ৯ তারিখ হাসিমারা হয়ে আলিপুরদুয়ার যাবেন। ১০ তারিখ আলিপুরদুয়ারে বৈঠক শেষ করে ১১ তারিখ বানারহাটে পৌঁছবেন। ১১ তারিখ রাতেই উত্তরকন্যা ফিরবেন তিনি। ১২ তারিখ শিলিগুড়িতে অনুষ্ঠান রয়েছে মুখ্যমন্ত্রীর। ১২ তারিখই কলকাতা ফিরবেন তিনি।

আরও পড়ুন-ভুয়ো জবকার্ড ইস্যুতে বিমানবন্দর থেকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী

‘ইন্ডিয়া’ জোটের বৈঠক প্রসঙ্গে এদিন মুখ্যমন্ত্রী জানান, “তামিলনাড়ুতে যা বৃষ্টি হয়েছে, আমরা ওদের নিয়ে চিন্তিত। ওদের যদি কোনও প্রয়োজন পড়ে, সাহায্যের জন্য প্রস্তুত আছি। রাহুল ফোন করেছিলেন, বৈঠকের ব্যাপারে বলেন। আসলে তার আগে কারোর সঙ্গে আমার কথা হয়নি। অনেক কর্মসূচি রয়েছে। অন্যান্য মুখ্যমন্ত্রীরাও ব্যস্ত। সাত দিন আগে বৈঠকের কর্মসূচি নির্ধারণের প্রয়োজন। আমরা দ্রুত বৈঠক করব।”

আরও পড়ুন-প্রমোদতরীতে এবার জলপথে দিঘা-পুরী

মমতা বন্দ্যোপাধ্যায় পরিবারের এক সদস্যের বিয়ে উপলক্ষে যাচ্ছেন। পাহাড়ের মেয়ের সঙ্গে বিবাহসূত্রে বাঁধা পড়ছেন আবেশ বন্দ্যোপাধ্য়ায়, মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ভাই কার্তিক বন্দ্যোপাধ্য়ায়ের সুপুত্র। যদিও তিনি কোন পারিবারিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন না তবে নবদম্পতিকে আর্শীবাদ করবেন। এদিন তিনি বলেন, ‘আমাদের পরিবারের এক ছেলের সঙ্গে বিয়ে হচ্ছে পাহাড়ি মেয়ের। যে বিয়ে করছে, সেও ইয়ং ছেলে, ডাক্তার। যাকে বিয়ে করছে সেও ডাক্তার। পাত্রীটি পাহাড়ি মেয়ে। বন্ধু, দু’জন দুজনকে ভালবাসে। বিয়ের পর ওরা আমার কাছে আর্শীবাদ নিতে আসবে। এটাই আমার বৃহস্পতিবারের কর্মসূচি।’ তিনি আরও বলেন, ‘পাহাড়ের সঙ্গে সমতলের একটা রক্তের বন্ধন, হৃদয়ের বন্ধন রয়েছে। সেটা অস্বীকার করার জায়গা নেই।’

Latest article