উৎসবে প্রস্তুত Digha

Must read

শান্তনু বেরা, দিঘা : প্রতি বছরই বড়দিন ও নববর্ষে দিঘায় (Digha) রেকর্ড ভিড় হয়। এবারেও ভিড় সামলাতে প্রস্তুত দিঘা। পর্যটকদের স্বাগত জানাতে শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। দিঘা-শঙ্করপুর (Shankarpur) উন্নয়ন পর্ষদ সূত্রে প্রকাশ, ২৪ থেকে ২৬ ডিসেম্বর এবং ৩০ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি দিঘায় জনজোয়ার সামলাতে কড়া ট্রাফিক ব্যবস্থা থাকবে। ওয়ান ওয়ে করা হবে ট্রাফিক। নির্দিষ্ট জায়গায় পিকনিক পার্টির গাড়ি রাখতে হবে। নির্দিষ্ট স্পটে পিকনিক না করলে জরিমানা করা হবে। দিঘার (Digha) অধিকাংশ হোটেল ও কটেজে বুকিং সারা। তা থেকেই পর্ষদের অনুমান, এবার রেকর্ড ভিড় পারে। কারোনা বিধি মেনে কীভাবে ভিড় নিয়ন্ত্রণ করতে হবে, সে-নিয়ে বৈঠক করে হোটেল মালিকদের নির্দেশিকা দিয়ে দিয়েছে। বাড়ানো হচ্ছে নুলিয়া ও সিভিল ডিফেন্সের সংখ্যা। থাকছে কোস্টাল পুলিশ। রাতে বাড়ানো হচ্ছে নজরদারি।

আরও পড়ুন-পৌষ-উৎসবের শুরু

ওড়িশা (Odisha) সীমান্ত সংলগ্ন এই পর্যটনকেন্দ্রে যেহেতু হাজার হাজার পর্যটক থাকবেন, তাই অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে সীমান্তে নাকা চেকিং হচ্ছে। আলোয় সাজিয়ে তোলা হচ্ছে সারা শহর। নিউ দিঘার ঢেউসাগর পার্কে প্রতি শনি ও রবিবার সাংস্কৃতিক মঞ্চে হবে অনুষ্ঠান। বসছে স্ট্যাচু। থাকছে বোটিং ও টয়ট্রেন। ছোটদের জন্য রাইড। বড় আকারের ক্রিসমাস ট্রিতে সরকারের প্রকল্পগুলো ডিসপ্লে করা হবে। ক্রিসমাস ট্রি বসেছে ওল্ড দিঘার বিশ্ববাংলা উদ্যানের কাছে। এ ছাড়াও ওল্ড দিঘার সৈকতাবাস লাগোয়া প্রথম বিশ্ববাংলা উদ্যানে বিরাট দাবার ছকের আদলে পার্ক সাজিয়ে তোলা হয়েছে। সাজানো হচ্ছে জোড়া প্রবেশদ্বারের তোরণ।

Latest article