প্রতিবেদন : নবনিযুক্ত তথ্য কমিশনার আইপিএস বীরেন্দ্র সম্পর্কে কুমন্তব্য করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর এই মন্তব্যে তৈরি হয়েছে বিতর্ক। কিন্তু ওই বিতর্কিত মন্তব্যকে সমর্থন করলেন না বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। মঙ্গলবার তিনি বলেন, সরকারি পদে নিয়ম মেনেই নিয়োগ করা হয়। এক্ষেত্রেও তাই হয়েছে।
আরও পড়ুন-আন্দোলনের নামে বাম গুন্ডামি
কিন্তু নিয়োগের পর এসব নিয়ে কদর্য মন্তব্য করা ঠিক নয়। অর্থাৎ দিলীপ ঘোষ বুঝিয়ে দিলেন বিরোধী দলনেতা যেভাবে প্রচারে থাকতে কদর্য ভাষা ব্যবহার করছেন তা নিন্দনীয়। তথ্য কমিশনার নিয়োগের সময় শুভেন্দু অধিকারীকে রাজ্য সরকারের তরফে চিঠি দিয়ে বৈঠকে থাকার জন্য বলা হয়েছিল। কিন্তু তিনি বৈঠকে হাজির হননি। বিরোধী নেতার কর্তব্য তিনি পালন করছেন না। বরং সমালোচনা করছেন প্রচারে থাকার জন্য। যা নিয়ে নিন্দার ঝড়।