কুড়মিরাই আন্দোলন নিয়ে বিভক্ত হয়ে গেল, সমাধানসূত্র মিলল না

জনজাতি মর্যাদা সহ বিভিন্ন দাবিতে আন্দোলনরত কুড়মি সম্প্রদায়ের সঙ্গে রাজ্য সরকারের বৈঠকে কোনও সমাধানসূত্র মিলল না।

Must read

প্রতিবেদন : জনজাতি মর্যাদা সহ বিভিন্ন দাবিতে আন্দোলনরত কুড়মি সম্প্রদায়ের সঙ্গে রাজ্য সরকারের বৈঠকে কোনও সমাধানসূত্র মিলল না। পশ্চিমবঙ্গ কুড়মি সমাজের নেতা রাজেশ মাহাতোর নেতৃত্বে পাঁচ সদস্যের এক প্রতিনিধিদল মঙ্গলবার নবান্নে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর সঙ্গে বৈঠক করে। ৪৫ মিনিটের কিছু বেশি সময় ধরে বৈঠকের পর প্রতিনিধিদলের নেতা রাজেশ‌ মাহাতো বলেন, বৈঠকের ফলাফল হতাশাজনক। কুড়মিদের তফসিলি জনজাতি তালিকাভুক্ত করার ব্যাপারে কেন্দ্রীয় আদিবাসী মন্ত্রক রাজ্যের কাছে যে ব্যাখ্যা তলব করেছে তা রাজ্য সরকার এখনও দেয়নি।

আরও পড়ুন-বিরোধী নেতার বিরুদ্ধে দিলীপ

সংগঠনের কেন্দ্রীয় কমিটি বৈঠকে বসে এ-ব্যাপারে তাদের পরবর্তী পদক্ষেপ ঘোষণা করবে। তিনি বলেন, আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতিই আমাদের দাবি। আমাদের দাবি ছিল কমিটি গঠনের। কিন্তু সেকথা উনি শোনেননি। কুড়মি সমাজের আরেকটি অংশ আবার রাজ্য সরকারের সঙ্গে আলোচনার প্রস্তাব খারিজ করে দিয়েছে। আদিবাসী কুড়মি সমাজের ব্যানারে তারা আন্দোলন চালিয়ে যাবে বলে জানিয়েছে। কুড়মি সমাজের বেশ কিছু দাবি-দাওয়া নিয়ে গত কয়েকদিন রেল অবরোধ বা রাস্তা অবরোধ হচ্ছিল। মূলত দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর-আদ্রা, খড়্গপুর– টাটা শাখার রেল পরিষেবা ব্যাহত হয়।

Latest article