শনিবার দুর্গাপুর স্টেশনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, ‘আইন থেকে কাউকে বাঁচানো সম্ভব নয় ৷ তাই আজ হোক বা কাল তাঁকে দিল্লির চা খেতেই হবে।; বিজেপি সর্বভারতীয় সহসভাপতি তৃণমূলকে নিশানা করে বলেন, ‘রাঘববোয়ালের নাম চলে আসবে, সেই জন্য বারেবারে অনুব্রত মণ্ডলের দিল্লিযাত্রা আটকানো হচ্ছে ৷ সাংসদেরা প্রধানমন্ত্রীর কাছে রেশনের চাল বন্ধ না-করার আর্জি জানাচ্ছেন ৷ তার কারণ, শাসকদল রাজ্যের মানুষকে ভিখিরি বানিয়ে দিয়েছে।’
আরও পড়ুন-জেনারেল সেক্রেটারি কাপ ঘিরে তুমুল উদ্দীপনা নয়াগ্রামে, লোকসভা ভোটে ঝাড়গ্রাম জয়ের বার্তা
তার এই মন্তব্যের পরেই সামলোচনার শিকার হন তিনি। রাজনীতির সর্বস্তরেই রাজ্যের মানুষকে ভিখারি বলে বিপাকে পড়েন দিলীপ ঘোষ। এই নিয়ে টুইট বার্তায় সরব হন নেতৃমূল কংগ্রেস শীর্ষ নেতৃত্ব।
এদিন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস টুইট করে লেখে, ‘বাংলার উন্নতি হজম করতে না পেরে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি GoWB এর কল্যাণমুখী পদ্ধতির সমালোচনা করেছেন। কল্যাণমূলক প্রকল্পের সুবিধাভোগী হওয়ার জন্য তিনি বাংলার মানুষকে ‘ভিক্ষুক’ বলে উল্লেখ করেছেন। বিজেপি নেতারা আর কতবার বাংলার মানুষকে অসম্মান করবে?’
Unable to digest Bengal’s progress, Nat’l VP of BJP @DilipGhoshBJP criticised GoWB’s welfare-oriented approach.
He referred to the people of Bengal as ‘beggars’ for being the beneficiaries of the welfare schemes.
How many more times will BJP leaders DISRESPECT Bengal’s people? pic.twitter.com/ChKSmcuZh9
— All India Trinamool Congress (@AITCofficial) December 24, 2022
আরও পড়ুন-বাম বঞ্চনার জবাব মিলেছে
এই নিয়ে মুখ খুলেছেন ডঃ কাকলি ঘোষ দস্তিদার। তিনি টুইট করে লেখেন, ‘শোচনীয়! বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ বাংলার মানুষকে ‘ভিখারি’ বলে। কেন? কারণ তারা যথাযথভাবে GoWB দ্বারা চালু করা কল্যাণমূলক প্রকল্পগুলি বেছে নেয়। আমাদের লোকদের অসম্মান করা বিজেপি নেতাদের সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এই ধরনের বিব্রতকর মন্তব্যের জন্য #ShameOnBJP!’
DEPLORABLE!
Nat’l VP of BJP @DilipGhoshBJP calls people of Bengal ‘beggars.’
Why?
Because they rightfully opt for welfare schemes rolled out by GoWB.Disrespecting our people has become a common affair for BJP leaders.
#ShameOnBJP for such DISTASTEFUL remarks! https://t.co/QClCQ7EzuY
— Dr. KakoliGDastidar (@kakoligdastidar) December 24, 2022
আরও পড়ুন-আমেরিকায় প্রবল তুষারঝড়ের শঙ্কা, বাতিল হল চার হাজার উড়ান
এই নিয়ে মুখ খোলেন ডঃ শশী পাঁজা। তিনি টুইট করে লেখেন, একজন তথাকথিত নেতা কি এভাবেই তার রাজ্যের মানুষের কথা বলেন?বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ কল্যাণমূলক প্রকল্পগুলি বেছে নেওয়ার জন্য বাংলার জনগণকে ‘ভিক্ষুক’ হিসাবে উল্লেখ করে।এটা খুবই লজ্জাজনক যে কিভাবে বিজেপি নেতারা বারবার আমাদের লোকদের অসম্মান করে এবং তাদের অনুভূতিতে আঘাত করে।’
Is this how a so-called leader speaks about the people of his state?
Nat’l VP of BJP @DilipGhoshBJP refers to Bengal’s people as ‘beggars’ for opting for welfare schemes👇
It’s utterly SHAMEFUL to see how BJP leaders repeatedly DISRESPECTS our people & hurt their sentiments. https://t.co/sILz2suyju
— Dr. Shashi Panja (@DrShashiPanja) December 24, 2022