সংবাদদাতা, বর্ধমান : বিজেপির আদি-নব্য গোলমাল তো আছেই, সেই সঙ্গে দিলীপ, সুকান্ত, গদ্দার— কেউ কাউকে মানেন না। দলের এই কোন্দল আবার প্রকাশ্যে চলে এল। দলীয় পতাকা, ফেস্টুন না দেখতে পেয়ে জেলা সভাপতির উপর ক্ষোভ তো ছিলই, এবার ডায়মন্ড হারবারে প্রার্থী নিয়ে নেতৃত্বের উদ্দেশে ব্যঙ্গের খোঁচা মারলেন দিলীপ।
আরও পড়ুন-পেনাল্টি নিয়ে চেলসি ফুটবলারদের ঝামেলা
প্রায় দেড় মাস পর ডায়মন্ড হারবারে বিজেপি প্রার্থী করেছে অভিজিৎ দাসকে। নামটা শোনা মাত্রই দিলীপ জেলা সভাপতিকে লক্ষ্য করে বলেন, ‘একে তো এক মাস আগেও দিতে পারত।’ তার মানে দেড় মাস এত নাটক করার কী ছিল! এমনিতেই মেদিনীপুর থেকে সরিয়ে দেওয়ায় দিলীপ ক্ষুব্ধ। ২০১৪-য় গোহারা অভিজিৎকেই প্রার্থী করায় দিলীপের মন্তব্য, ও এখানকার ভূমিপুত্র। দল যখন ঠিক করেছে, দেখা যাক। জেলা তৃণমূলের অন্যতম সাধারণ সম্পাদক বাগবুল ইসলাম জানান, বিজেপির কর্মীরাই যখন এই প্রশ্ন তুলছে, তখন তো আমাদের আর কিছু বলার নেই।