রাজ্যের প্রস্তাবিত তালিকা থেকেই হবে উপাচার্য নিয়োগ

রাজ্য সরকারের দেওয়া তালিকা থেকেই যোগ্যতা বিচার করে ৬ জনকে উপাচার্য পদে নিয়োগ করতে হবে রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে।

Must read

প্রতিবেদন : রাজ্য সরকারের প্রস্তাবিত তালিকা থেকেই বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ করতে হবে রাজ্যপালকে। মঙ্গলবার রাজ্যের ৩১ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ মামলায় এমনটাই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। রাজ্য সরকারের দেওয়া তালিকা থেকেই যোগ্যতা বিচার করে ৬ জনকে উপাচার্য পদে নিয়োগ করতে হবে রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে। পরবর্তীতে একই ফর্মুলা মেনে নিয়োগ করতে হবে বাকি ২৫ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

আরও পড়ুন-ডায়মন্ডহারবার প্রার্থী নিয়ে বেফাঁস দিলীপ

এই নিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপালের খামখেয়ালি আচরণের বিরুদ্ধে ভারতের অ্যাটর্নি জেনারেলের কাছে আজ সুপ্রিম কোর্ট তীব্র অসন্তোশ প্রকাশ করেছে। শীর্ষ আদালতের মতে, প্রশাসনের সঙ্গে সহযোগিতা না করে আদালতের আদেশ অমান্য করে রাজ্যপাল নিজের মতো এরতরফা সিদ্ধান্ত নিচ্ছেন, যা সাধারণত শোনা যায় না। অ্যাটর্নি জেনারেল আদালতকে জানিয়েছিলেন, রাজ্যের মামলার কারণে একটি অচলাবস্থা তৈরি হয়েছে। কিন্তু সুপ্রিম কোর্ট এই যুক্তি গ্রহণ করেনি। পরিবর্তে রাজ্যপালকে রাজ্যের দায়ের করা মামলার জবাব দিতে বলা হয়েছে। অ্যাটর্নি জেনারেল আদালতকে আরও জানাতে চেয়েছেলেন, রাজ্যের সুপারিশ অনুযায়ী ৬টি নাম গ্রহণ করে হয়েছে। কিন্তু বিচারপতিদের বেঞ্চের সাফ প্রশ্ন, রাজ্যপাল কেন রাজ্য সরকারের সঙ্গে সরকারি ভাবে যোগাযোগের থেকে বারবার পিছিয়ে আসছেন? শীর্ষ আদালতের মতে, রাজ্যের ৩১টি বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটিতেই উপাচার্যের পদ ফাঁকা রয়েছে। রাজ্যপালের নিষ্কিয়তার জন্যই এখনও পর্যন্ত কোনও বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ হয়নি। অ্যাটর্নি জেনারেলের কড়া আবেদনের ভিত্তিতে এই মামলার পরবর্তী শুনানি হবে ৩০ এপ্রিল।

Latest article