৮ জেলায় তাপপ্রবাহের ইঙ্গিত, জেলাশাসকদের নিয়ে বৈঠক মুখ্যসচিবের

বৈশাখের শুরু থেকেই প্রবল দাবদাহে জ্বলছে রাজ্যের বিভিন্ন জেলা। উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস থাকলেও দক্ষিণে লাগাম ছাড়াচ্ছে তাপমাত্রা।

Must read

প্রতিবেদন : বৈশাখের শুরু থেকেই প্রবল দাবদাহে জ্বলছে রাজ্যের বিভিন্ন জেলা। উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস থাকলেও দক্ষিণে লাগাম ছাড়াচ্ছে তাপমাত্রা। ভোটের উত্তাপের মধ্যেই চড়ছে তাপমাত্রার পারদও। আগামী কয়েকদিন দক্ষিণের জেলাগুলিতে তাপপ্রবাহের আশঙ্কা করছে হাওয়া অফিস। কলকাতা-সহ দক্ষিণের মোট ৯ জেলায় ব্যাপক তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। চলতি সপ্তাহেই ৪২-৪৩ ডিগ্রিতে পৌঁছতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, দুই বর্ধমান, দুই মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার একাধিক এলাকার তাপমাত্রা।

আরও পড়ুন-রাজ্যের প্রস্তাবিত তালিকা থেকেই হবে উপাচার্য নিয়োগ

এই পূর্বাভাসকে মাথায় রেখে আগাম সর্তকতামূলক ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। মঙ্গলবার এই নিয়ে সমস্ত জেলাশাসক ও জনস্বাস্থ্য কারিগরি আধিকারিকদের সঙ্গে জরুরি বৈঠক করেন মুখ্যসচিব ভি পি গোপালিকা। মূলত জলসংকট মোকাবিলা-সহ বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে। গরম বাড়লেই বিভিন্ন জেলার যেসব এলাকায় জলের সমস্যা দেখা দেয়, সেদিকে বিশেষ নজর দিতে বলা হয়েছে। নবান্নের নির্দেশ, প্রয়োজনে পানীয় জলের গাড়ি পাঠাতে হবে সেইসব এলাকায়। জনস্বাস্থ্য কারিগরি দফতরে পানীয় জলের পাউচ প্যাকেটও পর্যাপ্ত পরিমাণে মজুত রাখতে হবে। এছাড়াও প্রতিটি জেলার কন্ট্রোল রুমকেও সতর্ক থেকে প্রয়োজনীয় সমস্তরকম ব্যবস্থা নিতে বলা হয়েছে। হাওয়া অফিস ইতিমধ্যেই সকাল ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত রোদে না থাকার পরামর্শ দিয়েছে। পাশাপাশি শিশু ও বয়স্কদের বিশেষ নজরে রাখার কথা বলা হয়েছে।

Latest article