মোদির মিথ্যাচার ফাঁস করলেন রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর

মোদির মিথ্যাচার বেআব্রু হয়ে গেল লোকসভা নির্বাচনের মুখে। দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেল তাঁর বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা।

Must read

প্রতিবেদন : মোদির মিথ্যাচার বেআব্রু হয়ে গেল লোকসভা নির্বাচনের মুখে। দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেল তাঁর বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা। রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর ডি সুব্বারাও দ্বিধাহীন ভাষায় জানিয়ে দিলেন, ভারত যদি কখনও বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির স্বীকৃতি পায়ও তবুও তার গরিব দেশের তকমা নাও ঘুচতে পারে। তাঁর যুক্তি, ভারত বড় অর্থনীতি, কারণ এটি ১৪০ কোটি মানুষের দেশ। উৎপাদনে ভূমিকা রয়েছে তাদের। তবুও আমরা এখনও গরিব দেশ। লোকসভা নির্বাচনের মুখে সুব্বারাওয়ের বক্তব্য গভীর অস্বস্তিতে ফেলে দিল প্রধানমন্ত্রীকে।

আরও পড়ুন-৮ জেলায় তাপপ্রবাহের ইঙ্গিত, জেলাশাসকদের নিয়ে বৈঠক মুখ্যসচিবের

কিন্তু হঠাৎ কেন এই মন্তব্য সুব্বারাওয়ের? আসলে নির্বাচনী প্রচারে ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হিসেবে গড়ে তোলার স্বপ্ন ফেরি করছেন প্রধানমন্ত্রী। তাঁর প্রতিশ্রুতি, নির্বাচনে জিতে ফিরে এলে অবশ্যই বাস্তবের মাটিতে পা রাখবে এই স্বপ্ন। ২০২৯এ তাঁর তৃতীয় দফার মেয়াদ ফুরানোর আগেই। কিন্তু সুব্বারাও মনে করছেন বাস্তব থেকে অনেক অনেক দূরে এই স্বপ্ন। হয়তো অনেক আগেই আমেরিকা এবং চিনের পরে উঠে এসে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হিসেবে আত্মপ্রকাশ করবে আমাদের দেশ। কিন্তু দারিদ্র-মুক্তির ক্ষেত্রে থেকে যাবে ঘোরতর অনিশ্চয়তা। কারণ, ২৬০০ ডলার মাথাপিছু আয় সত্ত্বেও বিশ্বের দরবারে ভারত এখনও ১৩৯-এ। ব্রিকস এবং জি-২০ গোষ্ঠীতে দরিদ্রতম। নেপথ্যে দেশে আর্থিক বৈষম্য। মোদি জমানায় এই বৈষম্য যে আরও প্রকট হয়েছে সুব্বারাওয়ের কথাতেই তা স্পষ্ট।

Latest article