নেতা ধাওয়ান! নির্বাচকদের তোপ দিলীপের

Must read

মুম্বই, ১৯ জুন : যখন নতুন কাউকে অধিনায়ক হিসেবে দেখে নেওয়ার সুযোগ ছিল, তখন আগের নির্বাচকরা কয়েক কদম পিছিয়ে শিখর ধাওয়ানকে অধিনায়ক করে দিয়েছিলেন।
বিসিসিআই দুনিয়ার সবথেকে ধনী ক্রীড়া সংস্থা। তারা কী করেছে? একটা আইপিএল করে প্লেয়ার তোলার দামামা বাজিয়ে হাত গুটিয়ে বসে আছে।
প্রাক্তন ভারত অধিনায়ক ও জাতীয় নির্বাচক দিলীপ বেঙ্গসরকার (Dilip Vengsarkar) এভাবেই তাঁর ক্ষোভ উগরে দিয়েছেন। ওভালে টেস্ট ফাইনালে ভারতের লজ্জাজনক হারের পর দিকে দিকে ক্ষোভ বিস্ফোরিত হচ্ছে। তাতে শামিল হয়ে মত তুলে ধরেছেন এবার বেঙ্গসরকারও (Dilip Vengsarkar)।
তিনি বলেন, আগের নির্বাচকদের দূরদৃষ্টি ছিল না। তাদের ক্রিকেট সম্পর্কিত ধারণারও অভাব ছিল।
এই প্রসঙ্গে বেঙ্গসরকার ভারতের ২০২১ শ্রীলঙ্কা সফরের কথা টেনে আনেন। তিনি বলেছেন, ‘দুঃখের বিষয় এটাই যে, গত ছয়-সাত বছরে যে নির্বাচকরা দায়িত্বে ছিল, তাদের দূরদৃষ্টি ছিল না। ক্রিকেট সম্পর্কিত জ্ঞানেরও অভাব ছিল। যখন প্রধান প্লেয়ারদের পাওয়া যাচ্ছে না, তখন ওরা ধাওয়ানকে অধিনায়ক করে দিল! তখনই সুযোগ ছিল কাউকে তুলে আনার।’
এরপর তিনি বলেছেন, একটা আইপিএলও প্লেয়ার তুলে আনার ক্ষেত্রে যথেষ্ট নয়। কাউকে তুলে আনা হয়নি। ব্যাপারটা এমন যে, যেমন হয় হবে। বিসিসিআই বিশ্বের সবথেকে ধনী ক্রীড়া সংস্থা। কিন্তু বেঞ্চ স্ট্রেংথ কোথায়? একটা মাত্র আইপিএল। মিডিয়া রাইটস থেকে কোটি কোটি টাকা রোজগার। কিন্তু এটাই একমাত্র অ্যাচিভমেন্ট হতে পারে না। বক্তব্য বেঙ্গসরকারের।

আরও পড়ুন- কেন্দ্রীয় নিরাপত্তা-চর্চায় প্রমাণিত বাংলায় নওশাদ বিজেপির এজেন্ট

Latest article