সংবাদদাতা, বর্ধমান : সস্তা প্রচারের লক্ষ্যে বিজেপি নেতা দিলীপ ঘোষ কুকথাকেই অবলম্বন করে তুলেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যার পর এবার অভিষেক ও তাঁর পরিবারকে লক্ষ্য করে কুরুচিকর মন্তব্য করলেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। ওঁর মন্তব্যের প্রতিবাদ জানিয়ে আদর্শ আচরণবিধি ভঙ্গ হয়েছে, এই অভিযোগ তুলে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার তথা পূর্ব বর্ধমানের জেলাশাসক কে রাধিকা আইয়ারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়।
আরও পড়ুন-সোশ্যাল মিডিয়ায় ভোট করে বিপাকে বিজেপি প্রার্থী দেবব্রত বাগ
রবীন্দ্রনাথ জানান, সোমবার সকালে দেওয়ানদিঘি মোড় এলাকায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ অভিষেক বন্দোপাধ্যায় ও তাঁর পরিবারের সদস্যদের নিয়ে কুরুচিকর মন্তব্য করেন, যা সভ্য সমাজে বলা যায় না। এর আগেও তিনি মুখ্যমন্ত্রীকে নিয়ে এই ধরনেরই কুরুচিকর মন্তব্য করেন। তাই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার দাবি জানিয়ে আমরা নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছি।