সংবাদদাতা, দুর্গাপুর : জনভিত্তি একেবারে তলানিতে চলে যাওয়ায় বিজেপি নেতাদের এখন কোনও কর্মসূচিতে লোক জোগাড় করাই বড় চ্যালেঞ্জ। বিজেপির সর্বভারতীয় সহ–সভাপতি দিলীপ ঘোষ নিজের মুখ রাখতে পুরভোটের প্রচারে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ধরেবেঁধে, লোভ দেখিয়ে হাজার তিনেক লোক জোটালেন। আর তাদের নিয়ে প্রচারেও বেরোলেন। কোভিড বিধিতে এত লোক নিয়ে প্রচার অনুমোদিত নয়। আর তাতেই তীব্র বিতর্কে জড়ালেন গেরুয়া শিবিরের এই নেতা। সোমবার সন্ধ্যায় আসানসোলের ২৭ নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণ ডাঙাল এলাকায় দিলীপের নেতৃত্বে মিছিল পৌঁছতেই পুলিশ আটকে দেয়।
আরও পড়ুন-কৃষ্ণনগরে বাড়ি বাড়ি পানীয় জল
পুলিশ ওঁকে পাঁচজন লোক নিয়ে প্রচারে যাওয়ার অনুমতি দিলে, দিলীপ যথারীতি হম্বিতম্বি করতে থাকেন। পুলিশ বারবার তাঁকে অনুরোধ জানায়, এইভাবে কোভিড বিধি না ভাঙতে। কিন্তু পুলিশের অনুরোধ উপেক্ষা করেই তিনি সাঙ্গোপাঙ্গদের নিয়ে সরু গলির মধ্যে দিয়ে এগোতে থাকেন। মিছিলের অংশ নেওয়া কর্মীদের কারও মুখেই মাস্কের বালাই ছিল না। না ছিল পারস্পরিক দূরত্ব মানার তাগিদ। দিলীপের মিছিল আটকানো নিয়ে শহরের প্রাক্তন মেয়র তথা বর্তমানে বিজেপির নেতার দাবি, মিছিলে এত মানুষ নিয়ে যাওয়া সত্ত্বেও নাকি কোভিড বিধি লঙ্ঘিত হয়নি।
অন্যদিকে দিলীপের দাবি, মিছিলে স্বতঃস্ফূর্তভাবেই লোক এসেছে। তাঁরা কাউকে ডাকতে যাননি। কোভিড বিধি ভেঙে প্রচার হয়েছিল কিনা তা পুলিশের কাছে জানতে চেয়েছেন রিটার্নিং অফিসার অভিজ্ঞান পাঁজা। তিনি বলেন, পুলিশের রিপোর্ট পেলেই সংশ্লিষ্ট রাজনৈতিক দলের কর্মকর্তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।