কেন্দুলির মেলা হবে কোভিডবিধি মেনে

জয়দেব কেন্দুলির মেলা হচ্ছে, তবে ছোটো আকারে। থাকবে খাবারের দোকান। হবে আখড়া, মকর স্নান। সবটাই কোভিডবিধি মেনে।

Must read

সংবাদদাতা, বীরভূম : জয়দেব কেন্দুলির মেলা হচ্ছে, তবে ছোটো আকারে। থাকবে খাবারের দোকান। হবে আখড়া, মকর স্নান। সবটাই কোভিডবিধি মেনে। জেলায় করোনা সংক্রমণ রুখতে প্রাথমিকভাবে জয়দেব–‌কেন্দুলির মেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল বীরভূম জেলা প্রশাসন। শুধু মকরের পুণ্যস্নানে অনুমতি দেওয়া হয়েছিল। মঙ্গলবার মন্ত্রী চন্দ্রনাথ সিংহ বলেন, জয়দেব মেলা ঐতিহ্যবাহী। মানুষের ধর্মীয় ভাবাবেগের কথা মাথায় রেখে কোভিড বিধি মেনে মেলা হবে।

আরও পড়ুন-কোভিড বিধি উড়িয়ে প্রচারে তম্বি দিলীপের

নজর রাখবে জেলা প্রশাসন। খাবারের দোকান থাকবে। থাকবে আখড়া। আখড়া থেকে প্রসাদ বিতরণ হয়। তাই পুজোর জন্য থাকবে ফলমূলের দোকান। ইলামবাজার ব্লকে অজয় নদের চরে পৌষ সংক্রান্তিতে বসে আউল বাউল ও কীর্তনের কেন্দুলি মেলা। প্রতি বছর মকর সংক্রান্তির ভোরে জয়দেব–‌কেন্দুলি গ্রাম লাগোয়া অজয় নদে পুণ্যস্নান করেন কয়েক লক্ষ পুণ্যার্থী। এবার ১৪ জানুয়ারি পুণ্যস্নান শুরু হবে সকাল ৭টা ১৫ থেকে। চলবে সন্ধে ৫টা ৪৪ পর্যন্ত। স্নান সেরে সকলেই বৈষ্ণব কবি জয়দেবের আরাধ্য রাধামাধব মন্দিরে পুজা দেন। সেই সঙ্গেই শুরু হয়ে যায় জয়দেব-কেন্দুলির  মেলা।

Latest article