প্রতিবেদন : কথা ছিল সাংবাদিক সম্মলন করবেন সহকারী কোচ ম্যানুয়েল পেরেজ। কিন্তু সবাইকে চমকে দিয়ে ম্যানুয়েল ও লিস্টন কোলাসোর সঙ্গে উপস্থিত হলেন আন্তোনিও লোপেজ হাবাস! শুধু তাই নয়, সমর্থকদের স্বস্তি দিয়ে মোহনবাগান কোচ জানিয়ে দিলেন, সাহাল আব্দুল সামাদ ১০০ শতাংশ ফিট! গুরুত্বপূর্ণ ম্যাচে ৪৮ ঘণ্টা আগে আগে হাবাসের আত্মবিশ্বাসী ঘোষণা, ড্র নয় আমরা জয়ের জন্য ঝাঁপাব।
মঙ্গলবার ওড়িশা এফসির বিরুদ্ধে আইএসএলের সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচ। সোমবার একপ্রস্থ অনুশীলনের পরেই দল নিয়ে ভুবনেশ্বর উড়ে যাবেন হাবাস। ফিরতি লেগের ম্যাচটা ২৮ এপ্রিল, যুবভারতীতে। জাতীয় দলের হয়ে খেলার সময় চোট পেয়েছিলেন সবুজ-মেরুন মাঝমাঠের অন্যতম সেরা অস্ত্র সাহাল। তার পর থেকেই তিনি মাঠের বাইরে। রবিবার অবশ্য হাবাস স্পষ্ট জানিয়ে দিলেন, ‘‘সাহাল ১০০ শতাংশ ফিট। মঙ্গলবারের ম্যাচে ওকে শুরু থেকেই খেলাতে পারি।’’
আরও পড়ুন-আজ রায়গঞ্জে মুখ্যমন্ত্রী
চলতি মরশুমে মোহনবাগান বনাম ওড়িশা ম্যাচ মানেই রোমাঞ্চকর ফুটবল। এএফসি কাপের গ্রুপ লিগে প্রথম সাক্ষাৎকারে ওড়িশাকে ৪-০ গোলে হারিয়েছিল সবুজ-মেরুন। সের্জিও লোবেরার দল পাল্টা দিয়েছিল ফিরতি লেগের ম্যাচটা মোহনবাগানকে ৫-২ গোলে হারিয়ে। আইএসএলের দু’টি ম্যাচই ড্র হয়েছিল। এবার কী হবে। হাবাস বলছেন, ‘‘ওড়িশা শক্তিশালী দল। তবে অ্যাওয়ে ম্যাচ হলেও আমরা ইতিবাচক ফুটবল খেলব। লক্ষ্য, ভুবনেশ্বর থেকে জিতে ফেরা। যাতে ঘরের মাঠে ফিরতি লেগে আমার ফুটবলাররা খোলা মনে খেলতে পারে।’’ বাগান কোচের বাড়তি সংযোজন, ‘‘অতীতে কী হয়েছে, সেটা নিয়ে ভাবছি না। মঙ্গলবারের ম্যাচটায় ফোকাস করছি। আবারও বলছি, জেতার লক্ষ্য নিয়েই ফুটবলাররা মাঠে নামবে। আমাদের প্রধান অস্ত্র পাসিং ফুটবল। সেটার উপর জোর দিয়েই ম্যাচ জিততে চাই।’’
আরও পড়ুন-ছুটির দিন, গরমেও শতাব্দীর টানে জনতা
প্রতিপক্ষ শিবিরের দুই বিদেশি স্ট্রাইকার রয় কৃষ্ণ এবং দিয়েগো মরিসিওকে সমীহ করছেন হাবাস। তিনি বলছেন, ‘‘ওড়িশা আক্রমণাত্মক ফুটবল খেলতে পছন্দ করে। ওদের ফয়োরার্ড লাইন দারুণ শক্তিশালী। তবে আমি নিজের দলের উপরেই ফোকাস রাখছি। ওদের আটকানোর ছক তৈরি রয়েছে। এবার মাঠে নেমে সেই পরিকল্পনাকে সফল করতে হবে।’’ হাবাস এদিন আরও বলেছেন, ‘‘লিগ-শিল্ড জয় অতীত। আমাদের ফোকাস ধরে রাখতে হবে। ফুটবলারদের বারবার সতর্ক করছি। আত্মতুষ্টিক কোনও জায়গা নেই। ফুটবলাররাও নিজেদের সেরাটা দিতে তৈরি। সবাই জানে, আমাদের চূড়ান্ত লক্ষ্যপূরণ এখনও হয়নি।’’
হাবাসের সঙ্গে এদিন সাংবাদিক সম্মলনে এসেছিলেন লিস্টন। চলতি মরশুমে খুব ভাল ফর্মে রয়েছেন সবুজ-মেরুনের গোয়ান উইঙ্গার। শেষ ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে অসাধারণ গোল করেছিলেন। লিস্টন বলছেন, ‘‘এটাই আমার সেরা মরশুম। তবে মরশুমের শেষ দিন পর্যন্ত এই ফর্ম ধরে রাখতে চাই। ওড়িশা ম্যাচেও গোল করতে চাই। তবে আমার গোলের থেকেও বেশি গুরুত্বপূর্ণ দলের জয়। সেটা হলেই আমি খুশি। ওড়িশা অত্যন্ত শক্তিশালী প্রতিপক্ষ। তবে ওদের সমীহ করলেও ভয় পাচ্ছি না। নিজেদের সেরাটা দিতে পারলে আমরাই জিতব।’’