নয়া ইতিহাস। দক্ষিণ-পূর্ব রেলের প্রথম মহিলা চালক দীপান্বিতা দাস (Dipanwita Das)। এই প্রথম কোনও মহিলা চালক এই রেল জোনে লোকাল ট্রেন চালালেন। ২৫ অক্টোবর দীপান্বিতা এই পদে নিযুক্ত হয়েছেন। তাঁর দায়িত্বে খড়গপুর ডিভিশনের মেদিনীপুর-হাওড়া ইএমইউ ট্রেন পরিষেবা।
আরও পড়ুন- উত্তেজনার পারদ কি নামল? কানাডাবাসীর জন্য ফের ভিসা পরিষেবা চালু ভারতের
মেল, এক্সপ্রেস, পণ্যবাহী ট্রেনের চালকের আসনে মহিলাদের বসানোর গৌরবময় অতীত পেরিয়েছে দক্ষিণ-পূর্ব রেল। এবার মহিলা চালক দীপান্বিতা দাসের হাতে ইলেকট্রিক মাল্টিপল ইউনিট বা লোকাল ট্রেনের দায়িত্ব তুলে দেওয়া হল। দীর্ঘ ১৭ বছর কঠোর পরিশ্রমের পর লোকাল ট্রেনের চালক হিসেবে যোগ্যতা অর্জন করে নিলেন দীপান্বিতা। মেদিনীপুর স্টেশন থেকে সকাল ৬টা ২০ মিনিটে যাত্রা শুরু করা মেদিনীপুর-হাওড়া ইএমইউ, ট্রেন নং ৩৮৮০৬-এর দায়িত্ব এবার থেকে তাঁর হাতেই, এবং হাওড়া থেকে সকাল সাড়ে ১০টায় যাত্রা শুরু করা হাওড়া-মেদিনীপুর ইএমইউ, ট্রেন নম্বর ৩৮৮১৫ চালাবেন তিনিই।
আরও পড়ুন- এবার রাজ্যপালের দেওয়া পুরস্কার ফেরাল টালা প্রত্যয়
এদিন সকালে মেদিনীপুর লোকাল নিয়ে খড়্গপুর থেকে হাওড়া এলেন দীপান্বিতা দাস (Dipanwita Das)। আবার অন্য একটি ট্রেন নিয়ে সাফল্যের সঙ্গে হাওড়া থেকে খড়্গপুর সফর সারলেন তিনি। এ প্রসঙ্গে দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক আদিত্য চৌধুরী জানিয়েছেন, “নারীর ক্ষমতায়নে আমরা সর্বদা সচেষ্ট। আশা করি, দীপান্বিতার এই কর্মদক্ষতা সমাজের সমস্ত নারীকে উদ্বুদ্ধ করবে।“