ভারত-সহ ৭ দেশের নাগরিকদের জন্য বিনামূল্যে পর্যটন ভিসা শ্রীলঙ্কার! কিন্তু কেন?

Must read

এবার ৭ দেশের নাগরিকদের বিনামূল্যে পর্যটন ভিসা দেবে শ্রীলঙ্কা (Sri Lanka-free visa)। ২৪ অক্টোবর শ্রীলঙ্কার মন্ত্রিসভায় এই প্রস্তা অনুমোদন করা হয়েছে। দেশগুলি হল ভারত, চিন, রাশিয়া, জাপান, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া।

আরও পড়ুন-ফের বন্দুকবাজের হামলা আমেরিকায়, ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যা

একটি পাইলট প্রকল্পের আওতায় আগামী বছর অর্থাৎ ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত বিনামূল্যে পর্যটন ভিসার সুবিধা পাবেন এই সাত দেশের নাগরিকরা। জানা গিয়েছে, পর্যটন খাত পুনরুজ্জীবিত করা এবং ২০২৬ সালের মধ্যে ৫০ লক্ষ পর্যটক আগমনের লক্ষ্য নির্ধারণ করেছে শ্রীলঙ্কা। তার মধ্যে বিনামূল্যে পর্যটন ভিসা প্রদান এই কর্মসূচির অংশ।

আরও পড়ুন- ২ বছরের মধ্যে ভারতের ভূগর্ভস্থ জলের স্তর পৌঁছবে তলানিতে, জানালো রাষ্ট্রসংঘ

করোনা এবং চরম আর্থিক সঙ্কটের জেরে শ্রীলঙ্কায় (Sri Lanka-free visa) পর্যটকের সংখ্যা কমে গিয়েছিল। তবে চলতি বছর পর্যটকের সংখ্যা বেড়েছে বলেই খবর। সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ১০ লক্ষ পর্যটক আনাগোনা হয়েছে সে দেশে। বছর শেষে সংখ্যাটি ১৫ লক্ষ হতে পারে বলে আশা করা হচ্ছে শ্রীলঙ্কার সরকার। চলতি বছর এখনও পর্যন্ত ভারতের ২ লক্ষ ৩১০ জন পর্যটক শ্রীলঙ্কা গিয়েছেন, যা সব দেশের মধ্যে সর্বোচ্চ এমনটাই জানাচ্ছে শ্রীলঙ্কা উন্নয়ন কর্তৃপক্ষ। রাশিয়া থেকে গিয়েছেন ১ লক্ষ ৩২ হাজার ৩০০ জন।

 

Latest article