লক্ষ্মীর ভাণ্ডার সংক্রান্ত অভিযোগ সহ সমস্ত আবেদনের দ্রুত নিষ্পত্তি করার নির্দেশ

Must read

চলতি দুয়ারে সরকার শিবিরে জমা পড়া লক্ষ্মীর ভান্ডার (Lakshmir Bhandar) সংক্রান্ত বিভিন্ন অভিযোগ সহ সব আবেদনের দ্রুত নিষ্পত্তি করতে নির্দেশ দিল রাজ্য সরকার। লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar) প্রকল্পে সুবিধা প্রাপকের সংখ্যা প্রায় দু’কোটি। চলতি দুয়ারে সরকার শিবিরে নতুন করে আরও প্রায় সাত লক্ষ আবেদন পত্র জমা পড়েছে। তাঁদের মধ্যে অনেকেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের কেওয়াইসি জমা দেননি। তাই সুবিধাপ্রাপ্তিতে সমস্যা দেখা দিয়েছে। দ্রুত সেই সমস্যার সমাধানের নির্দেশ দিলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।

জানা গেছে কেওয়াইসি জমা না দেওয়ার ফলে রাজ্য টাকা ছাড়লেও বেশ কয়েকজন উপভোক্তার অ্যাকাউন্টে টাকা ঢুকছে না। সংখ্যাটা প্রায় তিন লক্ষ। গত মঙ্গলবার মুখ্যসচিব রাজ্যের সমস্ত জেলার প্রশাসনকে নিয়ে বৈঠকে বসেছিলেন। এই বৈঠকে তিনি বলেন, কেওয়াইসি সমস্যায় দ্রুত ইতি টানতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
পাশাপাশি, ভবিষৎ ক্রেডিট কার্ডের মতো ব্যাঙ্ক ভিত্তিক প্রকল্পগুলির সুবিধা যেন বেশির ভাগ মানুষ পান- সেই বিষয়েও জেলাস্তরে ব্যাঙ্কগুলির সঙ্গে আলোচনা চালানোর নির্দেশ দেন মুখ্যসচিব। তাঁর নির্দেশ, মে মাসের দ্বিতীয় সপ্তাহের পরে যেন কোনও কাজ পড়ে না থাকে। উল্লেখ্য, মুখ্যসচিবের এই নির্দেশের পরেই বাড়ছে পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণার জল্পনা। নবান্ন সূত্রে খবর, মে মাসের দ্বিতীয় সপ্তাহে ঘোষণা হতে পারে পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট।

আরও পড়ুন: ১৪ থেকে ১৭ এপ্রিল দক্ষিণবঙ্গজুড়ে তাপপ্রবাহের সতর্কতা জারি

Latest article