নবনীতা মণ্ডল, নয়াদিল্লি : দো গজ দূরি, মাস্ক হ্যায় জরুরি। লাগাতার প্রচার করছে কেন্দ্রীয় সরকার। নিয়ম না মানলে সাধারণ মানুষকে কড়া শাস্তির ভয়ও দেখানো হচ্ছে। অথচ স্বাস্থ্যবিধিকে বুড়ো আঙুল দেখিয়ে উত্তরপ্রদেশে নির্বাচনী প্রচারে ব্যস্ত খোদ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উত্তরপ্রদেশের গৌতমবুদ্ধ নগরে বাড়ি বাড়ি নির্বাচনী প্রচারে গিয়েছিলেন তিনি। আর সেখানেই করোনাবিধিকে নির্লজ্জভাবে উপেক্ষা করেছেন তিনি। মাস্ক ছাড়া তাঁর নির্বাচনী প্রচার নিয়ে সমালোচনার ঝড় উঠেছে।
আরও পড়ুন-৬ জাতীয় দলের সম্পত্তির চেয়েও বেশি অর্থ বিজেপির
করোনার তৃতীয় ঢেউয়ের মধ্যে পাঁচ রাজ্যের নির্বাচন নিয়ে ইতিমধ্যেই অসংখ্য নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন। যথাযথ কোভিড প্রোটোকল মেনেই সীমিত সংখ্যক লোক নিয়ে প্রচার করার অনুমতি দেওয়া হয়েছিল কমিশনের পক্ষ থেকে। অথচ দেশের স্বরাষ্ট্রমন্ত্রীই কমিশনের যাবতীয় নির্দেশ ও নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে নির্বাচনী প্রচারে ব্যস্ত। মাস্ক না পরে গাদাগাদি কর্মীদের নিয়ে ভোট প্রচারে ব্যস্ত অমিত শাহের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল। সেখানে দেখা যাচ্ছে, নির্বাচন কমিশন এমনকী কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের গাইডলাইন শিকেয় তুলে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। করোনা সংক্রমণের যখন বাড়বাড়ন্ত তখন দায়িত্বশীল পদাধিকারী হয়ে তাঁকে দেখা যাচ্ছে মুখের থুতু দিয়ে বিজেপির লিফলেট বিলি করতে।
আরও পড়ুন-আম্বানিকে টপকে গেলেন আদানি
প্রচারপত্রের বান্ডিল থেকে থুতু দিয়ে এক এক করে লিফলেট নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী তা বিলি করছেন জনতার মধ্যে। এই দায়িত্বজ্ঞানহীন আচরণ সামনে আসতেই সমালোচনা শুরু নানা মহলে। অমিত শাহের কাণ্ড দেখে প্রবল ক্ষুব্ধ নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় অভিযোগ আনা হয়েছে, লালার মাধ্যমে ভাইরাস ছড়ানোর উদ্যোগ নিয়েছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। সেইসঙ্গে তাঁর মুখেও কোনও মাস্ক নেই। সামাজিক মাধ্যমে প্রশ্ন উঠছে, করোনাবিধি প্রকাশ্যে লঙ্ঘনের দায়ে অমিত শাহের বিরুদ্ধে এখনই কেন ব্যবস্থা নেবে না নির্বাচন কমিশন বা রাজ্য প্রশাসন?