আম্বানিকে টপকে গেলেন আদানি

এই মুহূর্তে গৌতম আদানি সম্পত্তির পরিমাণ ৮৯.৫ বিলিয়ন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৬.৭২ লক্ষ কোটি টাকা।

Must read

প্রতিবেদন : এবার মুকেশ আম্বানিকে টপকে এশিয়ার ধনীতম ব্যক্তি হিসেবে উঠে এলেন গৌতম আদানি। এর আগে ২০২১ সালের নভেম্বর মাসেও গৌতম আদানি এশিয়ার ধনীতম ব্যক্তি চিহ্নিত হয়েছিলেন। জানা গিয়েছে, শেষ দু’বছরে আদানির সম্পদ বৃদ্ধি পেয়েছে ১৮০৮ শতাংশ। তুলনায় মুকেশ আম্বানির সম্পদের পরিমাণ ২৫০ শতাংশ বেড়েছে। ফোর্বস পত্রিকার রিয়েলটাইম ডেটা নেটওয়ার্ক পরিসংখ্যান থেকে জানা গিয়েছে, এই মুহূর্তে বিশ্বের ১১তম ধনী ব্যক্তি হিসেবে জায়গা করে নিয়েছেন গৌতম আদানি। গত সপ্তাহে শেয়ার বাজারে বড়সড় পতন ঘটলেও আদানি গোষ্ঠী তাতে খুব একটা ক্ষতির মুখে পড়েনি। এই মুহূর্তে গৌতম আদানি সম্পত্তির পরিমাণ ৮৯.৫ বিলিয়ন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৬.৭২ লক্ষ কোটি টাকা।

আরও পড়ুন-দূরপাল্লার ট্রেনে ফিরছে বেডরোল, লাগবে বাড়তি টাকা

আদানির চেয়ে আম্বানি অবশ্য খুব একটা পিছিয়ে নেই। মুকেশ আম্বানির সম্পত্তির পরিমাণ ৮৯.৪ বিলিয়ন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৬.৭১ লক্ষ কোটি টাকা। এই মুহূর্তে মোদি ঘনিষ্ঠ দুই শিল্পপতি গৌতম আদানি ও মুকেশ আম্বানির মধ্যে জোর টক্কর চলছে। একে অন্যের ঘাড়ে কার্যত নিঃশ্বাস ফেলছেন। বিশেষজ্ঞদের মতে, যে কোনও সময়ই গৌতমকে টপকে যেতে পারেন মুকেশ। তালিকায় তিন থেকে পাঁচ নম্বরে আছেন শিব নাদার, রাধাকৃষ্ণান দামানি এবং লক্ষ্মী মিত্তাল।

আদানি গোষ্ঠী মূলত গুজরাতের বন্দর সংক্রান্ত শিল্পের সঙ্গে যুক্ত ছিল। বর্তমানে তারা বিভিন্ন শিল্পক্ষেত্রে ব্যবসা প্রসারিত করেছে, যার মধ্যে ইস্পাত শিল্প অন্যতম। অন্যদিকে মুকেশ আম্বানির রিলায়েন্স গুজরাতে বিদ্যুৎক্ষেত্রে বড় মাপের বিনিয়োগ করতে চলেছে বলে খবর।

Latest article