আজ কলকাতা (Kolkata) সহ দক্ষিণবঙ্গের (South Bengal) বেশ কিছু জেলায় দুর্যোগ হতে পারে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। দক্ষিণবঙ্গ জুড়ে জারি হয়েছে সতর্কতা। উত্তরবঙ্গে আজ কমলা সতর্কতা জারি করা হয়েছে। উত্তরের একাধিক জেলায় আজ শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন-দোষী আফজল, হারাবেন সাংসদ পদ!
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এর বেশ কিছু জায়গায় আজ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজ ৪০ থেকে ৫০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
আরও পড়ুন-সিবিআইকে ভর্ৎসনা করলেন বিচারক
আজ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদিয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার কথা আছে। কালিম্পং, আলিপুরদুয়ার এবং দার্জিলিঙে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৪০ থেকে ৫০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইবে।
আগাকিমাল, ১ মে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া, কলকাতা, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়ায় আজ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।