আজ, সোমবার দীপাবলির (Diwali) আনন্দের মাঝেই কলকাতা মেডিক্যাল কলেজের (Medical College) এমসিএইচ বিল্ডিংয়ে ভয়াবহ আগুন (Fire) লাগল। হাসপাতালের চারতলায় আর্ট সেন্টারে হেমাটোলজির গবেষণাগারে আগুন লেগেছে। আগুন নেভাতে দমকলের পাঁচটি ইঞ্জিন সেখানে গিয়েছে। হাসপাতালের তরফে খবর আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনা হয়েছে। গবেষণাগারে রোগী না থাকার কারণে আগুন লাগার পর কাউকে সরানোর সমস্যা হয় নি। তবে স্বাভাবিকভাবেই আগুন লাগার ঘটনায় আতঙ্কিত হয়ে বেশ কয়েকজন রোগী ছুটোছুটি শুরু করেন।
আরও পড়ুন-প্রয়াত বাসুদেব আচারিয়া, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর
হাসপাতালের ১ নম্বর গেটের কাছে হেমাটোলজি বিল্ডিংয়ের দোতলার ল্যাবরেটরিতে আগুন লেগে যায়। ওই বিল্ডিংয়ে কোনও রোগী নেই। কলকাতা মেডিক্যাল কলেজের সুপার অঞ্জন অধিকারী এই মর্মে জানান, হাসপাতালের ল্যাবে এই আগুন লেগেছে। সেখানে কেউ ছিলেন না। তাই রোগীদের অন্যত্র সরাতে হয়নি। আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। বাকি কাজ চলছে। কিভাবে আগুন লাগল সেটা এখনও স্পষ্ট নয় যদিও। আগুন নেভানোর পর সেটা বোঝা যাবে বলেই মনে করছেন দমকলকর্মীরা। আগুন নেভানোর শেষ মুহূর্তের কাজ চলছে। হতাহতের খবর নেই। শর্ট সার্কিটের জেরে নাকি দাহ্য পদার্থের জন্য আগুন লেগেছে সেটা খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন-ডাবোলিম বিমানবন্দরে অবতরণের অনুমতি নেই, গোয়া-গামী ভিস্তারা ফ্লাইট ফিরল বেঙ্গালুরু
গবেষণাগার বলেই সেখানে অনেক ধরণের বৈদ্যুতিক সরঞ্জাম রয়েছে। সেখান থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান করা হচ্ছে। সেগুলি পরীক্ষা করে দেখা হচ্ছে। কালীপুজো ও দীপাবলি থাকায় এখন রোগীর চাপ কিছুটা হলেও কম। এই নিরিখে কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল অনেক বড় বিপদের হাত থেকে রক্ষা পেল।