ফের বকেয়া বিতর্কে অস্বস্তি লাল-হলুদে

Must read

প্রতিবেদন : আইএসএলে পরের কেরালা ব্লাস্টার্স ম্যাচের প্রস্তুতিতে যখন ব্যস্ত অ্যান্তোনিও পেরোসেভিচরা, তখন পুরনো খেলোয়াড়দের বকেয়া সমস্যা নিয়ে ফের অস্বস্তি বাড়ল ইস্টবেঙ্গলে (East Bengal)। অষ্টম আইএসএল শেষ পর্যায়ে। তবু ক্লাব বনাম লগ্নিকারী টানাপোড়েন অব্যাহত। তার মধ্যেই অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি দিন তিনেক আগে সাত ফুটবলারের বকেয়া ইস্যুতে নতুন করে চিঠি পাঠিয়েছে এসসি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টকে।

আরও পড়ুন – ইডেনে দর্শক আনার চেষ্টা, বোর্ডের অনুমতি চাইল সিএবি

চিঠিতে এআইএফএফ স্পষ্ট জানিয়েছে, সাত ফুটবলারের বকেয়া থাকা ১ কোটি ৪২ লক্ষ টাকা ৪৫ দিনের মধ্যে মেটাতে হবে। তা না হলে ফের ট্রান্সফার নিষেধাজ্ঞার মুখে পড়বে এসসি ইস্টবেঙ্গল (East Bengal)। ফলে আগামী দু’টি ট্রান্সফার উইন্ডোয় ফুটবলার সই করাতে পারবে না দল। কেভিন লোবো, সি কে বিনীথ, রিনো অ্যান্টো, ইউজেনসেন লিংডো-সহ সাত ফুটবলার বকেয়া না পেয়ে ফেডারেশনের দ্বারস্থ হন। তাঁরা সবাই আগের লগ্নিকারী কোয়েস জমানায় ইস্টবেঙ্গলে সই করেন। কিন্তু বকেয়া মেটানোর দায় ক্লাবের নয়, শ্রী সিমেন্টের। এমনটাই বলছেন ক্লাবকর্তা দেবব্রত সরকার। তিনি বলেন, ‘‘ নতুন লগ্নিকারী সংস্থা শ্রী সিমেন্ট দায়িত্ব নেওয়ার পর ক্লাব থেকে ক্রীড়া স্বত্ব নেওয়ার সময় মুচলেকা দেয়, লোবোদের বকেয়া তারাই মেটাবে। কিন্তু দেড় বছর ধরে বিষয়টি স্ট্যাটাস কমিটিতে ঝুলে থাকলেও রিনো-বিনীথদের বকেয়া মেটাতে উদ্যোগী হয়নি তারা। ওরা ক্লাবকেও চিঠি দিয়ে জানাচ্ছে না, তোমরা বকেয়া মেটাও। তার মানে দায় ওদের।’’

বকেয়া মেটানোর চিঠি পাওয়ার পর ফেডারেশনকে পাল্টা চিঠি দিয়েছে লগ্নিকারী সংস্থা। শ্রী সিমেন্টের তরফে এক কর্তা ফোনে জানালেন, ‘‘এটা পুরনো দায়। এখন আমাদের ঘাড়ে চেপেছে। আমরা ফেডারেশনকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করেছি। ওরা কী জানায় দেখি।’’

Latest article