অস্বস্তিকর গরম চলছেই। আজ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা (দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূম) বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ বাকি জেলাগুলিতে বৃষ্টি হবেনা। ওই জেলাগুলিতে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।
আরও পড়ুন-দিনের কবিতা
বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা কমবে। জুন মাসের প্রথম দিনে দক্ষিণবঙ্গের মাত্র চারটি জেলায় (দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুর) খুব অল্প বৃষ্টি হবে। বাকি জেলাগুলিতে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
শুক্রবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অস্বস্তি বাড়বে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হুগলি, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, এবং নদিয়া) বৃষ্টি হবে না। উল্টে তাপপ্রবাহ চলতে পারে।
আরও পড়ুন-বিরোধী দলনেতার বিরুদ্ধে মানহানির মামলা অসিতের
আজ এবং আগামিকাল উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং এবং কোচবিহারের বেশ কয়েকটি জায়গায় হালকা বৃষ্টি হবে। ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার আবহাওয়া শুষ্ক থাকতে পারে।