প্রতিবেদন : রাজ্যজুড়ে বাংলা সহায়তা কেন্দ্রগুলিকে আরও জনপ্রিয় করা তোলার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। এই উদ্দেশ্যে বাংলা সহায়তা কেন্দ্র থেকে ই- পেমেন্টের মাধ্যমে ইলেকট্রিক বিল (Electric Bill) দিলে বাড়তি এক শতাংশ ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য বিদ্যুৎ পর্ষদের তরফে এই নির্দেশিকা জারি করা হয়েছে। নবান্ন সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময় বিভিন্ন জেলার প্রশাসনিক বৈঠক থেকে বাংলা সহায়তা কেন্দ্রগুলিকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য বিশেষ জোর দেওয়ার কথা জানিয়েছেন। তাই এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়র নির্দেশ মেনেই বাংলা সহায়তা কেন্দ্রগুলিকে আরও বেশি সুচারুভাবে কার্যকরী করার জন্য পদক্ষেপ গ্রহণ করেছেন প্রশাসনের শীর্ষ মহল। তারই অঙ্গ হিসাবে বাংলা সহায়তা কেন্দ্র মারফত ই-পেমেন্টের মাধ্যমে বিদ্যুৎ বিল আদায় করলেই পাওয়া যাবে এক শতাংশ বিশেষ ছাড়। এমনিতেই বিদ্যুৎ বিলের (Electric Bill) ওপর নানারকম ছাড় দিয়ে থাকে রাজ্য সরকার। নির্ধারিত দিনের আগে বিল জমা দিলে ছাড় দেওয়া হয়। অনলাইনে বিদ্যুৎ বিল জমা দিতে উৎসাহ দিতেও বিশেষ ছাড় চালু রয়েছে। এই সব ছাড়ের পাশাপাশি বাংলা সহায়তা কেন্দ্র থেকে বিল জমা দিলে ওই বিশেষ ছাড় মিলবে বলেই জানানো হয়েছে।
আরও পড়ুন: সংবিধান-বিরোধী বুলডোজার-তন্ত্র, মমতা বন্দ্যোপাধ্যায়ই প্রতিরোধী-যন্ত্র