নবেন্দু বাড়ৈ, জলপাইগুড়ি : ‘মুখোশের সমাহারে উদ্ভাসিত মা।’ জলপাইগুড়ি দিশারী ক্লাবের ৫৮ বর্ষের দুর্গাপুজোর থিম এবার এটাই। পুরুলিয়া-বাঁকুড়ার ছৌশিল্পীদের মুখোশ স্থান পেয়েছে মণ্ডপসজ্জায়। ট্রেজারার মিঠুন চৌধুরী জানান, মণ্ডপ থেকে আলোকসজ্জা- এবার সব কিছুই করেছেন জলপাইগুড়ির শিল্পীরা। গত দু’বছর বিভিন্ন কারণে বাইরের শিল্পীদের দিয়ে কাজ করানো না গেলেও স্থানীয় শিল্পীদের কথা চিন্তা করে তাঁদের প্রাধান্য দেওয়া হয়েছে।
আরও পড়ুন-দুঃস্থ, বয়স্কদের প্রতিমা দর্শন ও মধ্যাহ্নভোজের আয়োজনে পুরসভা
মিঠুনবাবু বলেন, জলপাইগুড়ির মৃৎশিল্পীরা বিভিন্ন সমস্যায় আছেন। দু’বছর ধরে করোনাজনিত কারণে তাঁদের তৈরি মূর্তি তেমন বিক্রি হচ্ছে না। ফলে আর্থিক সঙ্কটে ভুগছেন তাঁরা। অর্থনৈতিকভাবে যাতে তাঁরা কিছুটা সচ্ছল হন সে জন্যই এবার পুজোর সম্পূর্ণ দায়িত্ব জলপাইগুড়ির শিল্পীদের হাতে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর অনুদানের পাশাপাশি সদস্যদের চাঁদায় পুজোর আয়োজনে সচেষ্ট হয়েছেন। কোভিডমুক্ত হলে আগামী দিনে আরও বড় থিম দর্শনার্থীদের উপহার দেওয়ার পরিকল্পনা রয়েছে। এবছর প্রশাসনিক সিদ্ধান্ত অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে পূজার্চনার আয়োজন করা হয়েছে। অষ্টমীতেও প্রচুর সংখ্যক দর্শনার্থী এসেছেন এবারের আকর্ষণীয় নতুন থিম দর্শনের উদ্দেশ্যে।