অসুররূপী রোমিওদের দমন করবে তেজস্বিনীরা

Must read

রিতিশা সরকার, শিলিগুড়ি: দেবীপক্ষে অসুর দমনে রাজপথে তেজস্বিনীরা। কালো পোশাক। হাতে ফাইবার স্টিক। বাহন নীল সাদা স্কুটি। শিলিগুড়ির রাজপথে এখন রোমিওদের ত্রাস এই প্রমিলাবাহিনী। ছিনতাই, ইভটিজিং বাঁ হাতে রুখতে সিদ্ধহস্ত পুলিশ কমিশনারেটের এই মহিলা স্কোয়ার্ড ।

আরও পড়ুন-ছৌ-মুখোশে সেজেছে দিশারীর মণ্ডপ

শিলিগুড়ি পুলিশ কমিশনার গৌরব শর্মার উদ্যোগে ও শিলিগুড়ি পুর কর্পোরেশনের সহযোগিতায় শহরের রাস্তায় দেখা যাবে নীল সাদা স্কুটিতে ২১ জন মহিলা পুলিশ কর্মীকে। প্রশিক্ষণপ্রাপ্ত এই ২১ জন মহিলা পুলিশ কর্মী এখন থেকে শহরের নারীদের নিরাপত্তার খাতিরে কাজ করবে। মঙ্গলবার সপ্তমীর দিন সন্ধ্যাবেলা পুরো কর্পোরেশনের প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান গৌতম দেব ১১টি স্কুটি তেজস্বিনী বাহিনীর হাতে তুলে দেন। একটি স্কুটিতে দুজন করে শহরের নানা দিকে ছড়িয়ে থাকবে তারা। শিলিগুড়ি রাস্তায় মহিলাদের যাতে কোনো সমস্যা না হয় তার দেখাশোনার দায়িত্ব এখন তেজস্বিনী বাহিনীর। ইভটিজিং থেকে মহিলা ঘটিত যেকোন সমস্যার সমাধান করবে তারা। এমনিতেই তেজস্বিনী বাহিনীর যা পোশাক তাতেই ভয় পাবে শহরের রোমিও বাহিনী বলে মনে করছে শহরের মহিলারাই। সপ্তমীর সন্ধ্যায় স্কুটি হাতে পেয়ে এই মহিলা বাহিনী বেরিয়ে পড়েছেন শহরের রাস্তায়। এখন অনেকটাই নিশ্চিন্ত শহরের মহিলারা। কোথাও কোনও সমস্যা পড়লে প্রথমে তাঁরা খবর দেবেন পুলিশি। এই খবর পৌঁছে যাবে তেজস্বিনীদের কাছে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাহিনী। এমনটাই জানিয়েছেন শিলিগুড়ি পুলিশ কমিশনার গৌরব শর্মা।

Latest article