সংবাদদাতা, জলপাইগুড়ি : জলপাইগুড়ি পুরসভার (Jalpaiguri Municipality) পূর্ণাঙ্গ বোর্ড গঠন হল। সোমবার জেলা তৃণমূল সভানেত্রী মহুয়া গোপ এবং মন্ত্রী বুলুচিক বড়াইকের উপস্থিতিতে এই বোর্ড গঠন হয়। ছিলেন মহুয়া গোপ, খগেশ্বর রায় প্রমুখ। চলতি মাসের ২৩ তারিখেই পূর্ণাঙ্গ বোর্ড গঠনের জন্য একটি নোটিশ দিয়েছিলেন পুরপ্রধান পাপিয়া পাল। তিনজন চেয়ারম্যান ইন কাউন্সিল হলেন স্বরূপ মণ্ডল, লোপামূদ্রা অধিকারী এবং সন্দীপ মাহাত। প্রত্যেকের দায়িত্ব এদিন বুঝিয়ে দেওয়া হয়। বোর্ড গঠনের পর পুরপ্রধান পাপিয়া পাল বলেন, ‘‘দায়িত্ব বণ্টন হবার ফলে পুরসভার (Jalpaiguri Municipality) কাজে গতি আসবে এবং সাধারণ মানুষ তড়িৎগতিতে পরিষেবা পাবেন।’’
আরও পড়ুন: মাধ্যমিকের ফল ৩ জুন