অস্ত্রোপচারে নজির জেলা হাসপাতালের

পেটের যন্ত্রণায় ছটফট করছিলেন রোগী। বড় বড় হাসপাতালেও হয়নি সমাধান। রোগ খুঁজে বের করতে হিমশিম খাচ্ছিলেন চিকিৎসকরা।

Must read

সংবাদদাতা, আলিপুরদুয়ার : পেটের যন্ত্রণায় ছটফট করছিলেন রোগী। বড় বড় হাসপাতালেও হয়নি সমাধান। রোগ খুঁজে বের করতে হিমশিম খাচ্ছিলেন চিকিৎসকরা। পরীক্ষা করে দেখা যায় ডানদিকের কিডনির সঙ্গে মূত্রনালির সংযোগকারী নালিটি অকেজো। জটিল অস্ত্রোপচার করে ওই রোগীকে সুস্থ করে নজির গড়ল আলিপুরদুয়ার জেলা হাসপাতাল। দশদিন আগে কোচবিহারের বাসিন্দা আশরফ আলির স্ত্রী সাফিনা বিবি পেটের ডানদিকে যন্ত্রণা নিয়ে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ইউরো সার্জেন ডাঃ পবিত্র রায়ের কাছে আসেন। রোগীর পরিস্থিতি দেখে একটি বোর্ড গঠন নিয়ে আলোচনা করেন চিকিৎসকরা।

আরও পড়ুন-সম্রাটকে শেষ বিদায়

রোগের সন্ধানে পরীক্ষা করা হয়। রিপোর্টে দেখা যায় কিডনির সঙ্গে মূত্রথলির যোগাযোগের নালিটি অকেজো। এরফলে কিডনির মধ্যে জমেছিল অসংখ্য ছোট-বড় পাথর। অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা। সফল হয় জটিল অস্ত্রোপচার। কিন্তু জেলা হাসপাতালে এমন জটিল রোগের অস্ত্রোপচার কি সম্ভব? সেই অসাধ্যসাধন করে দেখান সরকারি হাসপাতালের চিকিৎসকেরা। জটিল রোগের সফল অস্ত্রোপচার করে নতুন জীবন দেন সাফিনা বিবিকে। ডাঃ পবিত্র রায় জানিয়েছেন, রোগীর জন্ম থেকেই কিডনির সঙ্গে মূত্রনালির সংযোগকারী নালিটি পুরোপুরি অকেজো ছিল। এরফলে ডানদিকের কিডনির অবস্থাও খারাপ হচ্ছিল। অসংখ্য পাথর জমে ছিল। অস্ত্রোপচার করে ওই নালিটি জুড়ে দেওয়া হয়। এই অস্ত্রোপচার যথেষ্ট জটিল। হাসপাতালের বেডে শুয়ে সাফিনা বিবি ধরা গলায় ধন্যবাদ জানিয়েছেন চিকিৎসকদের।

Latest article